শওকত ওসমান
শওকত ওসমান (জন্ম: ২ জানুয়ারি,১৯১৭ – মৃত্যু: ১৪ মে, ১৯৯৮) বাংলাদেশের একজন সব্যসাচী লেখক। তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিম বঙ্গের হুগলী জেলার জেলার সবল সিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। পিতা শেখ মোহাম্মদ এহিয়া, মাতা গুলজান বেগম। পড়াশোনা করেছেন মক্তব, মাদ্রাসা, কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে।
- ক্রীতদাসের হাসি (22)
- গল্প (শওকত ওসমান) (1)
- জননী (9)