সাংস্কৃতিক আগ্রাসন ও বাংলা ভাষা – সম্পাদনা: নিরুপম আচার্য
প্রথম প্রকাশ: এপ্রিল ২০২১
প্রচ্ছদ: প্রমিত নন্দী
প্রকাশক: ভাষা সংসদ
.
উৎসর্গ
মাতৃভাষার জন্য উৎসর্গীকৃত শহীদদেরকে
.
কথামুখ
‘সাংস্কৃতিক আগ্রাসন ও বাংলাভাষা’ একটি অতি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। সেই প্রাচীনকাল থেকে বাংলা ভাষা ও বাঙালি বারে বারে বিপন্ন হয়েছে। এর পেছনে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নানা কারণ ছিল। সেই নিদারুণ ঘটনাবলি ইতিহাসের পাতায় স্থান করেও নিয়েছে। বোধহয় পৃথিবীতে এমন আর কোনো একটিও ভাষা খুঁজে পাওয়া যাবে না যারা মাতৃভাষার জন্য প্রাণ বলি দিয়েছেন। সেই সালাম, বরকত, জব্বারদের কথা মনে পড়ে প্রত্যেক বছর একুশে ফেব্রুয়ারি বা ঊনিশে মে তারিখে।
বাঙালির কাছে সে বড় বেদনার ও দুঃখের কথা। দ্বিজাতিতত্বের ভিত্তিতে বিভক্ত হওয়া ভারতবর্ষের খণ্ডিত অংশের পূর্বপ্রান্তের বাংলাভাষাভাষীদের উপর চাপিয়ে দেওয়া উর্দুভাষার বিরুদ্ধে ছিল সে লড়াই। একটা গণ-আন্দোলন, একটা হার না মানা লড়াই কত শক্তিশালী হতে পারে তা বাংলাভাষার জন্য বাঙালির লড়াই না দেখলে বোঝা যেত না।
একটা ভাষা বহমান থাকে তার ব্যবহারকারীদের দ্বারা। কিন্তু প্রশ্ন হলো এই ভাষার বিশুদ্ধতা বা অবিমিশ্রতা কিভাবে রক্ষিত হবে বা অন্যভাষার করাল গ্রাস থেকে ভাষাকে কিভাবে বাঁচিয়ে রাখা যাবে তা নিয়ে নানা প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। ভারতবর্ষের মতো নানা ভাষাভাষীর দেশে এই বিষয় নিয়ে চর্চা তো চলছেই। সেই তুর্কি আমল থেকে শুরু করে প্রবল ইংরেজ রাজত্বকাল পর্যন্ত যেভাবে আমাদের দেশ আক্রান্ত হয়েছে তাতে বিশেষত বাংলা ভাষা তার মৌলিকতা বা বিশুদ্ধতা ধরে রাখতে পারেনি। আবার আঞ্চলিকতা দোষে সংকীর্ণ স্বার্থবুদ্ধি জনিত কারণে এক একটি ভাষা অন্য ভাষার উপর প্রভূত্ব কায়েম করেছে একই দেশের মধ্যে। এখানে রাষ্ট্রশক্তিরও বড় ভূমিকা আছে।
স্বাধীনতার এত বছর পর এই সমস্যা বড় করে আমাদের ভাবাচ্ছে, তারই ফলশ্রুতি এই গ্রন্থ। ভাঙড় মহাবিদ্যালয়ের বাঙলা বিভাগের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক-আন্তর্জালিক সেমিনারের অংশগ্রহণকারীদের পঠিত প্রবন্ধের মধ্য থেকে নির্বাচিত প্রবন্ধের সংকলন এটি। ধন্যবাদ জানাই তিন আলোচক-অধ্যাপক দীপক রায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, অধ্যাপক তপন কুমার রায় ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, অধ্যাপক সাইফুল্লা আলিয়া বিশ্ববিদ্যালয়।
গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন প্রমিত নন্দী। প্রকাশনার দায়িত্ব নিয়েছেন ‘ভাষা সংসদ’ প্রকাশনা সংস্থা। এঁদের ধন্যবাদ।
সবশেষে বলি, আগ্রহীদের কাছে গ্রন্থটি সমাদৃত হলে আমাদের পরিশ্রম সার্থক হবে।
নিরুপম আচার্য
সম্পাদক
কলকাতা – ৭০০০২৮
.
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী অধ্যাপক ড. নিরুপম আচার্য, বাংলা ভাষা ও সাহিত্যের তন্নিষ্ঠ পাঠক ও গবেষক হিসেবে ইতিমধ্যে নজর কেড়েছেন। প্রায় দুই দশক জুড়ে অধ্যাপক হিসেবে যেমন তিনি অধ্যাপনা করেছেন, তেমনি লিখেছেন অনেক মূল্যবান গ্রন্থ। ভাষাতত্ব, সাহিত্যতত্ব, চরিতসাহিত্য, রবীন্দ্রসাহিত্য প্রভৃতি বিষয়ে তাঁর স্বচ্ছন্দ পদচারণা। সম্পাদনা করেছেন ‘কলাবতী’ সাহিত্য পত্রিকা।বর্তমানে তাঁর সম্পাদনায় প্রকাশিত হচ্ছে ই-ম্যাগাজিন ‘সৃষ্টির নানাকথা’। এর পাশাপাশি যোগ্যতার সাথে তিনি পরিচালনা করে চলেছেন সেমিনার। বর্তমান প্রস্তুত গ্রন্থটি তারই ফসল। মাতৃভাষা বাঙলার বিপন্নতার কথা বাঁধা পড়েছে কালো অক্ষরে। যার ভেতর থেকে পাঠক খুঁজে পাবেন নানা তথ্য ও সত্য ।
Leave a Reply