মিসির আলি UNSOLVED – হুমায়ূন আহমেদ
উৎসর্গ
মিসির আলির কিছু স্বভাব আমার মধ্যে আছে। অতি বুদ্ধিমান মানুষদের কাছ থেকে দূরে থাকতে পছন্দ করি। চ্যানেল আই-এর ইবনে হাসান খান তার ব্যতিক্রম। অতি বুদ্ধিমান হলেও তার সঙ্গ আমি অত্যন্ত পছন্দ করি।
ইবনে হাসান খান
বুদ্ধি শ্ৰেষ্ঠ
.
“গলায় জড়ানো তাঁর শাপলা রঙের মাফলার, কষ্ট
পান প্রায়শই বাতে, কফ নিত্যসঙ্গী, কখনো হাঁপান
সিঁড়ি ভেঙ্গে। এ কেমন একাকিত্ব এলো ব্যেপে
অস্তিত্বের উড়ানির চরে? প্রহর প্রহরে শুধু দাগ মেপে
নানান অষুধ খেয়ে ধুধু সময়ের খালে
লগি ঠেলা নক্ষত্রবিহীন এ গোধূলি কালে।”
শামসুর রাহমান
Leave a Reply