দ্য মিরাকল মর্নিং – মূল : হ্যাল এলরড
রূপান্তর : সাম্য শরিফ
বিশ্বব্যাপী বেস্টসেলার বই সকালের সাফল্যে স্বপ্নের জীবন
প্ৰথম প্ৰকাশ – ফেব্রুয়ারি ২০২০
প্রচ্ছদ পরিকল্পনা – সাঈদ বারী
.
এই গ্রন্থের বিষয়বস্তু ও মতামত গ্রন্থকারের নিজস্ব
– প্রকাশক
.
উৎসর্গ
এই বইটি উৎসর্গ করলাম পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় মানুষদের প্রতি, আমার পরিবারের প্রতি। মা, বাবা, হেলী, সব সময় আমার পাশে থাকে সদয় প্রিয়তমা সহধর্মীণী Ursula এবং আমাদের দুই সন্তান Sophie ও Halsten. আমি তোমাদেরকে খুব ভালোবাসি যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই বইটি আরও উৎসর্গ করছি আমাদের প্রিয় এঞ্জেল, আমার বোন Amery Kristine Elrod-এর স্মরণে
.
অনুবাদকের ভূমিকা
Hal Elrod-এর The Miracle Morning-এর পিডিএফ পড়তে পড়তে ও পড়া শেষে একটাই অনুভূতি— এরকম একটা বই কেন আগে পড়িনি। পরিতাপ নিয়ে ভাবতে থাকি, অনেক আগে পড়লে কেমন হতো এতদিনের দিনগুলো? সেই সঙ্গে আরও চিন্তা করি, এই বইটি পড়া থাকলে সময় ও জীবনের কোনরকম অপচয় হতো কিনা। জীবনযাপনে ও চিন্তায় দ্য মিরাকল মর্নিং-এর যে প্রভাব লক্ষ্য করলাম, তা এক কথায় বিস্ময়কর। আমি যেন এক নতুন আমি হয়ে গেলাম। জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে গেল।
হঠাৎ একসময় নতুন একটা ভাবনা মাথায় ভর করল। এতটা প্রভাব সৃষ্টিকারী একটা বই পড়ার সুযোগ থেকে এদেশের অধিকাংশ মানুষ কেন বঞ্চিত হবে। রকমারি.কম-এ সার্চ করে দেখলাম বইটির কোনো বাংলা অনুবাদ নেই। (তখন ছিল না)। প্রকাশক সাঈদ বারী ভাইকে বইটা সম্পর্কে জানালাম, গুগল ও ইউটিউব থেকে কয়েকটা লিঙ্ক পাঠালাম। বারী ভাই ব্যাপক উৎসাহ প্রকাশ করলেন। অবশেষে Hal Elrod-এর আত্ম- উন্নয়নমূলক বেস্টসেলিং বই The Miracle Morning -এর এই বাংলা রূপান্তর।
কী আছে বইটিতে? প্রশ্নটির উত্তর শুধুমাত্র আরেকটি প্রশ্নের মাধ্যমেই দেয়া যায়: আত্মউন্নয়নের কী নেই বইটিতে?
জীবন বদলে দেওয়া এক অমূল্য বই হ্যাল এলরডের দ্য মিরাকল মর্নিং। প্রকৃতপক্ষে এটা শুধু একটি বই নয়; এটা জীবনযাপনের এক নতুন পদ্ধতি- একটি অভ্যাস গঠন প্রক্রিয়া যা জীবনকে গড়ে দেয় নতুন আঙ্গিকে। বইটি যেন একটি প্রতিষ্ঠান, একটি সংগঠন। জীবনে এই বইটির সংস্পর্শে আসা মানে যে-কোনো মাত্রায় জীবনকে বদলে ফেলা, জীবনকে নতুনভাবে উপলব্ধি করতে পারা।
শুধু বইটি পড়া নয়, চিন্তাজগতের পাশাপাশি এই বইয়ে অনেকগুলো সুনির্দিষ্ট কার্যক্রমের উল্লেখ রয়েছে, যেগুলো অনুসরণ করলে শারীরিক, মানসিক ও আত্মিক জগতের দৃশ্যমান উন্নয়ন ঘটবে। এই বইয়ে যে চিন্তা, ধারণা, পরামর্শ ও কার্যক্রমের উল্লেখ রয়েছে সেগুলোর প্রভাব আমাদের জীবনে ব্যাপক।
ধারণাগুলো পাল্টে দেবে আপনার এত দিনের জীবনযাপনের দৃষ্টিভঙ্গি। জীবনকে আপনি যে মানের ও উচ্চতার মনে করেন, বইটি পড়ার পর মনে হবে তার চেয়ে অনেক বেশি। তাই বইটি পড়তে পড়তেই দেখবেন, নিজের অজান্তেই মানসিকভাবে আপনি পৌঁছে গিয়েছেন উন্নততর জীবনে। ব্যাপক ইতিবাচক পরিবর্তন ঘটেছে আপনার চিন্তাজগতে। এই পরিবর্তনের মাধ্যমেই আপনি সরাসরি উপলব্ধি করতে পারবেন আপনার জীবনে এই বইটির প্রভাব।
দ্য মিরাকল মর্নিং-এ জীবনযাপনের অনেক রকমের পরামর্শ রয়েছে। যথেষ্ট সম্ভাবনা থাকা সত্ত্বেও অনেক মানুষ কেন তাদের স্বপ্নের জীবন থেকে বঞ্চিত হয়, কেন অধিকাংশই থেকে যায় গড় মানুষ (mediocre), কেন পরিতাপ ও সংগ্রামেই জীবন সীমাবদ্ধ হয়ে যায়, এসব কিছুর কারণ ব্যাখ্যা করে তা থেকে উঠে আসার অনেক বাস্তব পরামর্শ রয়েছে বইটিতে।
দ্য মিরাকল মর্নিং-এর একটি বড় অংশ (ষষ্ঠ অধ্যায়) জুড়ে রয়েছে খুব সকালে ঘুম থেকে উঠে লাইফ সেভারস (The Life S.A.V.E.R.S.) নামে ছয়টি অভ্যাসের নির্দিষ্ট কার্যক্রম। ব্যক্তিগতভাবে গ্রন্থকার এগুলো থেকে ব্যাপকমাত্রায় উপকৃত হয়েছেন। সকালের এই কার্যক্রম ও তা থেকে সৃষ্ট ইমপ্যাক্টকে তিনি নাম দিয়েছেন ‘দ্য মিরাকল মর্নিং’। তাকে অনুসরণ করে চলেছেন পৃথিবীর হাজার হাজার মানুষ। লাইফ সেভারস নামের এই মিরাকল মর্নিং ঘিরে পৃথিবীব্যাপী গড়ে উঠেছে বিভিন্ন সংগঠন, তৈরি হয়েছে মিরাকল মর্নিং সম্প্রদায়।
তবে ‘দ্য মিরাকল মর্নিং-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বইটির উজ্জীবনী শক্তি। নেতিবাচক শক্তির যে প্রভাব মানুষকে পিছনে টেনে নিয়ে যায়, যে ভুল দৃষ্টিভঙ্গির কারণে মানুষ জীবনকে এক জায়গায় থামিয়ে রাখে, চিন্তার যে দৈন্য জীবনকে সংকীর্ণতায় আবদ্ধ করে রাখে, সীমাবদ্ধ যে ভাবনা জীবনকে আজীবন বঞ্চিত করে রাখে বৃহত্তর জীবনের বিপুল আয়োজন থেকে, ‘দ্য মিরাকল মর্নিং’ সেসবের বিপক্ষে যেন এক প্রচণ্ড ঝড়ো হাওয়া যা নিমিষেই বিতাড়িত করে দেয় জীবনের নেতিবাচক সবকিছু। জীবনকে নিয়ে যায় সাফল্যের এক নতুন ঠিকানায়।
মানব সভ্যতার শুরু ও, মানবজাতি সভ্য হওয়ার পর থেকে সভ্য সমাজে যে জিনিসটির কদর সবসময়ই বেশি তা হচ্ছে বই। কারণ বই পড়েই মানুষ সভ্য হয়, বই পড়েই মানুষ আত্মিকভাবে সমৃদ্ধ হয় এবং বই পড়েই মানুষ নিজেকে বদলে ফেলে। বিভিন্ন ধরনের বইয়ের ভেতর মোটিভেশনাল ও আত্মউন্নয়নমূলক বই আমাদের জীবনে সরাসরি একটা প্রভাব রাখে। আত্ম- উন্নয়নমূলক বই মানুষকে প্রশিক্ষিত করে তোলে। তাই পৃথিবীব্যাপী আত্মউন্নয়নমূলক বইয়ের এত সমাদর। যে কয়টি আত্মউন্নয়নমূলক বই পৃথিবীতে সাড়া ফেলেছে ও অসংখ্য মানুষের জীবনে পরিবর্তন এনেছে তার মধ্যে The Miracle Morning এর অবস্থান প্রথম সারিতে।
তবে একটি আত্মউন্নয়নমুলক বই কোনো তরল ওষধ নয় যে, প্ৰতি চুমুকেই উপকার ও কার্যকারিতা রয়েছে। একটি বইয়ের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য সবার জন্য একই মাত্রায় কার্যকরী নাও হতে পারে, হয় না, সম্ভবও নয়। অনেক পৃষ্ঠা হয়ত আপনার জন্যে হতে পারে একেবারেই প্রভাবহীন। তবে সার্বিক বিবেচনায় একটি বইয়ের অর্ধেক পৃষ্ঠাও কিংবা তার কমও যদি কার্যকরী হয়, তাহলেই বা কম কিসে? মনে রাখবেন, উন্নয়নটি ঘটবে আপনার জীবনের, সুতরাং একটি আত্মউন্নয়নমুলক বই থেকে যতটুকু পরিবর্তন আপনার জীবনে আসবে তা অমূল্য।
The Miracle Morning বইটি পড়ে কেউ শতভাগ নতুনভাবে জীবনযাপন করতে সক্ষম হবে, কেউ একটু কম। তবে যে মাত্রায়ই হোক না কেন বইটি পড়ার পর এই বইয়ের প্রভাব জীবনযাপনে যে খুব বড় একটি পরিবর্তন আনবে তা নিশ্চিত। আর এই পরিবর্তিত জীবন মানেই নতুনভাবে উপলব্ধি করা এক বিরাট জীবন— আশায়, উদ্যমে ও স্বপ্নে। পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ এই বইটি পড়ে দৃশ্যমান সুফল পেয়েছেন, এবার আপনার পালা।
সাম্য শরিফ
(কোনো অনুবাদই মূলটার বিকল্প হতে পারে না। কারণ প্রতিটি ভাষারই রয়েছে আলাদা স্বকীয়তা। প্রতিটি ভিন্ন ভাষার মানুষদের সংস্কৃতিও ভিন্ন। সেভাবে শব্দের প্রয়োগও ভিন্ন। যেমন Christmas শব্দের অনুবাদে ‘ঈদ’ বা ‘পূজা’ না বললে আমাদের সংস্কৃতির সাথে যাবে না। Mediocre শব্দটিরও কোনো উপযুক্ত একক বাংলা শব্দ নেই। সেক্ষেত্রে আমরা গড় মানুষ, আমজনতা, মধ্যমানের মানুষ ইত্যাদি ব্যবহার করি। আবার এ শব্দটার নাউন Mediocrity শব্দটা আমরা বাংলায় ব্যবহার করি না বললেই চলে। অন্যদিকে ইংরেজিতে বেশকিছু টার্ম ও শব্দ রয়েছে যেগুলোর উপযুক্ত বাংলা একক কোনো শব্দ নেই, যেমন ‘term’। সবকিছু বিবেচনায় The Miracle Morning বইটার অনুবাদ বা রূপান্তর আমাদের সংস্কৃতির সর্বোচ্চ কাছাকাছি রাখার চেষ্টা করা হয়েছে –সা.শ.)
.
“মাঝে মাঝেই আপনি এরকম একটি বই পড়েন, যা জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়। কিন্তু এরকম একটা বই পাওয়া খুবই দুস্কর- যে বইটি আপনার জীবনযাপনের পদ্ধতি পাল্টে দেয়। The Miracle Morning দুটোই করে খুব দ্রুততার সঙ্গে, এত দ্রুত যে আপনি কল্পনাও করতে পারবেন না। আমি খুব জোরালোভাবে Hal Elrod-এর সর্বশেষ এই বইটা পড়তে সবাইকে জোরালো সুপারিশ করছি।”
—TIM SANDERS, লেখক, The Likability Factor (নিউইয়র্ক টাইমসের তালিকানুযায়ি সর্বাধিক বিক্রিত বই)।
“The Miracle Morning আক্ষরিক অর্থেই একমাত্র সেই বই যা তাৎক্ষণিক ও গভীর পরিবর্তন সৃষ্টি করবে আপনার জীবনের যে কোনও ক্ষেত্রে কিংবা সকল ক্ষেত্রে। যদি আপনি সত্যিই আপনার জীবনের উন্নতি ঘটাতে চান তাহলে এক্ষুণি বইটি পড়া শুরু করুন।”
—RUDY RUETTIGER, সাবেক নটরডেম ফুটবলার, যার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছিল বিখ্যাত হিট মুভি RUDY
“প্রথমে আমি মনে করেছিলাম যে হ্যাল এলরডের মনে হয় মাথা ঠিক নেই। এই পৃথিবীতে একজন মানুষ প্রতিদিন কেন নিয়মিতভাবে এত সকালে ঘুম থেকে উঠবে? আমার যথেষ্ট সংশয় ছিল… যতক্ষণ না আমি চেষ্টা করেছিলাম। হ্যাল-এর কৌশলগুলো প্রয়োগ করার পর, আমি আমার ব্যক্তিগত ও পেশাগত জীবনে দ্রুত পরিবর্তন লক্ষ্য করলাম। আপনার অতীত যেমনই হোক না কেন, The Miracle Morning আপনাকে দেখাবে কীভাবে জীবনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হয়। আমি সবাইকে বইটি পড়তে জোরালো সুপারিশ করছি।”
JOSH SHIPP, টিভি উপস্থাপক, লেখক, কিশোর আচরণ বিষয়ে বিশেষজ্ঞ।
“The Miracle Morning পড়া মানে প্রতিদিন নিজেকে একটা উপহার দেওয়া। তা হচ্ছে প্রতি সকালে আপনার সর্বোচ্চ কার্যক্ষমতা ও পূর্ণ সম্ভাবনা নিয়ে জেগে উঠতে সক্ষম হওয়া। আপনার অধরা কাঙ্ক্ষিত ও প্রাপ্য জীবন নতুনভাবে শুরু করার এখনই সময়। কীভাবে শুরু করবেন তা জানতে বইটি পড়ুন।
—DR. IVAN MISNER, নিউইয়র্ক টাইমসের তালিকানুযায়ী সর্বোচ্চ বিক্রিত বইয়ের গ্রেন্থকার এবং BNI-এর প্রতিষ্ঠাতা।
“হ্যাল এলরডকে আমি পছন্দ করি। তিনি একজন শক্তিমান শিক্ষক এবং চিন্তায় ও কাজে একাগ্রচিত্ত। তাঁর প্রথম বই Taking Life Head On! পড়ে আমার প্রতিদিনের জীবনযাপন সম্পূর্ণ পাল্টে গিয়েছিল এবং আমি ধৈর্য ধরে তার পরবর্তী বইয়ের জন্যে অপেক্ষা করেছি। এখন একটাই কথা বলতে চাই যে, The Miracle Morning সত্যিই অপেক্ষায় থাকার মতো উপযুক্ত একটা বই। সফলতা, সুখ ও সমৃদ্ধি— যা আমাদের জীবনে অধরা থেকে যেতে পারে, তা পাওয়ার জন্যে হ্যাল আমাদেরকে একটা প্রতিচিত্র দিয়েছেন এবং তিনি এটা এত সহজভাবে করেছেন যে, পরিস্থিতি যেমনই হোক, যে কেউ এর মাধ্যমে তার জীবনের মোড় ঘুরিয়ে নিতে পারে।”
-DEBRA PONEMAN, Co-author of Chicken Soup for ther American Idol Soul and Founder of Yes to Success, Inc.
“The Miracle Morning বাস্তবিকই আমার জীবনে পরিবর্তন এনেছে। এই বই আমাকে আমার সামর্থ্যের পূর্ণ সদ্ব্যবহার করা শিখিয়েছে, যার মাধ্যমে আমি আমার পরিপার্শ্ব থেকে বাড়তি সুযোগ সৃষ্টি করতে পেরেছি এবং তা কাজে লাগিয়েছি। আপনার দিন সঠিকভাবে শুরু করার এটাই একমাত্র উপায়।”
—NICK CONEDERA, Film Director, SHARP : The World’s Finest Movie
“The 4 Hour Workweek এর পরে The Miracle Morning আর একটি মোড় ঘুরিয়ে দেওয়ার মত বই। হ্যাল যা আপনাকে করতে বলবে সে সেটা বিশ্বাস ও চর্চা করে। এবং এই বই আমাদের শেখাবে কীভাবে ব্যক্তিগত এবং পেশাগত জীবনকে পরবর্তী ধাপ থেকে অসীম সাফল্যে এগিয়ে নেওয়া যায়। ”
—BRAD WEIMERT, CEO of Easy Pay Direct, www.EasyPayDirect.com
একজন বক্তা, লেখক, ব্যবসা ও বাজার ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা হিসেবে আমার উপলব্ধি হচ্ছে- সাফল্যের পথে প্রধান বাধা করণীয় সম্পর্কে অজ্ঞতা নয় বরং প্রেরণার অভাব এবং সময় নির্ধারণই সব থেকে বড় সমস্যা। হ্যাল এলরড আক্ষরিক অর্থেই দুটি সমস্যারই সমাধান করেছেন। The Miracle Morning আপনাকে প্রেরণা দেবে এবং সময় বের করতে সহায়তা করবে, আপনার ব্যস্ততা কোনো সমস্যাই না। অবশ্যই বইটি পড়ার জন্য আমি উৎসাহিত করব।”
—JAMES MALINCHAK, featured on ABC’s hit TV show Secret Millionaire, co-author of Chicken Soup for the College Soul and founder of www.MillionaireSpeakerSecrets.com
“আপনি যদি গড় মানুষের জীবনযাপনকে (mediocrity) পিছনে ফেলে, সামর্থ্যের পূর্ণ ব্যবহার করে সাফল্য অর্জন করতে চান, বইটি পড়ুন। বইটা খুবই সহজ ও সাধারণ। The Miracle Morning আপনাকে আপনার সামর্থ্যের পরিপূর্ণ ব্যবহার করতে সাহায্য করবে, যা আপনার জীবনে অসাধারণ পরিবর্তন আনবে। হ্যাল এলরড আমার খুব ভালো বন্ধু, সে খুব ভালো শেখায়। অনুরোধ করব The Miracle Morning পড়ুন এবং নিজের ভিতরের শক্তি আবিষ্কার করুন।”
—GAIL LYNN GOODWIN, Founder & Ambassador of Inspiration at www.InspireMeToday.com and voted one of 2009’s Top 25 Most Inspirational People On Twitter
“The Miracle Morning নেশার মতো! ঘুম থেকে উঠার অভ্যাসের সামান্য পরিবর্তন জীবনে কী অসম্ভব পরিবর্তন আনতে পারে সে সম্পর্কে বইটি আমাদের বিস্তারিত শেখায়। এটা হ্যালের একটা অসাধারণ সৃষ্টি, যা নিঃসন্দেহে অনেকের জীবনে ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম।“
—BEN GAY III, best-selling author of The Closers I and The Closers II
“আমি নিদ্ধান্তে আসতে পারি না, কে বেশি অনুপ্রেরণাদায়ী- হ্যাল নাকি তার বই The Miracle Morning। কিন্তু আমি এটা নিশ্চিত বলতে পারি, যদি জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চান, তবে আমার বন্ধু হ্যাল এলরড-এর দেখান পথই সবথেকে সুগম্য। এবং The Miracle Morning -এর মত দ্রুত কার্যকরী একক কোনো কৌশল আর নেই। আমার কথা বিশ্বাস করার দরকার নেই, বইটি পড়ুন এবং নিজেই উপলব্ধি করুন।” -ADAM SHEPARD, author of Scratch Beginnings and The Best Four Years
বাস্তব জীবনে The Miracle Morning-এর সাফল্যের গল্প ও ফলাফল
আপনার জীবনে কী পরিবর্তন আসতে পারে সে সম্পর্কে ধারণা পেতে কয়েকটি পড়ুন
“আমি ৭৯তম দিনে ছিলাম, শুরু থেকে আমি একদিনও বাদ দিইনি। সত্যি কথা বলতে, এইটাই আমার জীবনের প্রথম এমন এক অভ্যাস যার পেছনে আমি এতটা সময় লেগে রয়েছি। এখন আমি আশা করে থাকি পরের দিনের জন্যে যখন ঘুম থেকে উঠেই আমি আবার এই অনুশীলন করতে পারব। অবিশ্বাস্যভাবে The Miracle Morning সম্পূর্ণরূপে আমার জীবন বদলে দিয়েছে।”
—Melanie Deppen, Entrepreneur (Selinsgrove, PA)
“কিছু মাস আগে আমি The Miracle Morning অনুশীলন করব বলে সিদ্ধান্ত নিই। শুরু করার পর আমার জীবনে এত দ্রুত পরিবর্তন আসতে শুরু করল যে হতচকিত হয়ে গিয়েছিলাম। The Miracle Morning – এর কল্যাণে আমার ব্যক্তিত্বে চরম পরিবর্তন এসেছে এবং এই পরিবর্তন আমার সবকিছুকে প্রভাবিত করছে। আমি আমার ব্যবসা নিয়ে ঝামেলায় ছিলাম। অবাক হয়ে লক্ষ্য করলাম, শুধুমাত্র আমার পরিবর্তিত ব্যক্তিত্বের কারণেই আমি ব্যবসার মোড় ঘুরিয়ে ফেলেছি।”
—Rob Leroy, Senior Account Executive (Sacramento, CA)
“২০০৯-এ আমি যখন The Miracle Morning শুরু করি তখন আমি ইউসি ডেভিসের একজন শিক্ষার্থী। অনুশীলন শুরু করার পর আমি উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করলাম। পরিবর্তন আসতে শুরু করল আমার দির্ঘমেয়াদী পরিকল্পনাতেও, যা আমি আশাও করিনি। আমি ওজন কমিয়ে ফেললাম, নতুন প্রেম এলো জীবনে, পরীক্ষায় ভালো রেজাল্ট আসতে শুরু করল। এমনকি আমি উপার্জনের কয়েকটা নতুন রাস্তাও বের করে ফেললাম। এসবই মাত্র দুই মাসে! এবং আজ এত বছর পরও The Miracle Morning আমার জীবনের একটা অংশ।”
— Natanya Green, Yoga Instructor (Sacramento, CA )
“যখন প্রথম বার এই জিনিস আমার মাথায় আসে, আমি ভেবেছিলাম পাগলামি। আমি এটাও ভেবেছিলাম, পাগলামি বলেই এটা কাজের জিনিসও হতে পারে! আমার কলেজের পড়াশোনা তখন তুঙ্গে, সঙ্গেআমি পূর্ণকালীন একটা চাকরিও করি। নিজেকে নিয়ে ভাবার মতো সময় ছিল না। ঘুম থেকে উঠতাম ৭টা থেকে ৯টার ভেতর। এরপর আমি The Miracle Morning শিখলাম। এখন আমি নিয়মিত সকাল ৫টায় ঘুম থেকে উঠি। আত্মউন্নয়নের জন্যে আমার হাতে এখন পর্যাপ্ত সময়। আমি সত্যিই The Miracle Morning-এর প্রেমে পড়েছি!”
—Michael Reeves, College Student (Walnut Creek, CA)
“আমি অনুশীলনের টানা ৮৩ দিনে আছি। এবং এখন আমার মনে হচ্ছে, এই অনুশীলন আমার আরো আগেই শুরু করা উচিত ছিল। আমি প্রচণ্ড পরিচ্ছন্ন মানসিকতা নিয়ে এখন দিন শুরু করি, যা সত্যিই অভাবনীয়। আমি আমার কাজে এখন আগের থেকে বেশি শক্তি ও উৎসাহ নিয়ে মনোযোগ দিতে পারি। মিরাকল মর্নিং-কে ধন্যবাদ যে ব্যক্তিগত ও পেশাগত দুই জীবনেই এখন আমি আগের থেকে অনেক সমৃদ্ধ।”
— Ray Ciafardini, District Manager (Baltimore, MD)
মিরাকল মর্নিং-এর কারণে আমার কাছে এখন মনে হয় প্রতিটি দিনই যেন ঈদ কিংবা বড় (Christmas) দিন। সত্যি বলছি। ছুটির দিনেও আমি এটা থেকে বিরত থাকি না।
—Joseph Diosana, Realtor (Houston, TX)
The Miracle Morning-এর চর্চা আমার দিনগুলি শতগুণ উন্নত করে দিয়েছে। আমি সত্যিই এছাড়া অন্যকিছু বলার কথা ভেবে পাচ্ছি না।
—Josh Thielbar, Business Development Consultant (Boise, ID)
মাত্র তিন সপ্তাহ The Miracle Morning-এর চর্চায় আমি তিন বছরের অধিক সময় ধরে নিতে থাকা বলবর্ধক ওষুধ ছেড়ে দিতে সক্ষম হয়েছি! The Miracle Morning বিভিন্নভাবে আমার জীবন পাল্টে দিয়েছে এবং আমি নিশ্চিত যে এটা আপনার জীবনেও পরিবর্তন নিয়ে আসবে।
— Sarah Geyer, College Student (Minneapolis, MN)
“The Miracle Morning আমার জীবনে সম্পূর্ণ নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। এটা আপনার জীবনেও একই কাজ করবে। হ্যাল, আপনাকে ধন্যবাদ।
—Andrew Barksdale, Entrepreneur (Vienna, VA)
Leave a Reply