সাইমুম ৬৫ – শান্তির দ্বীপে সংঘাত – আবুল আসাদ
প্রকাশক – তৌহিদুর রহমান
পরিচালক, বাংলা সাহিত্য পরিষদ ৫৬ সোনালিবাগ, মগবাজার,
প্রথম প্রকাশ – জুলাই ২০২৪
প্রচ্ছদ – এ তাসনিম রহমান
.
ফ্ল্যাপের লেখা
প্রেসিডেন্ট ডিওডোন ডেভিনের মেয়ে সারাসোনিয়ার জেরার মুখে পড়ল আহমদ মুসা। কেন তিনি শুধু মুসলমানদের স্বার্থে কাজ করেন?
আহমদ মুসা বলল, ‘বিশ্বের মুসলমানদের পাশে আমাকে বেশি দেখা যাবার কারণ, গোটা দুনিয়ায় মুসলমানরাই আজ বেশি নির্যাতিত। মুসলমানরা আজ দুনিয়ায় শতরকম নির্যাতনের শিকার। এমনকি জাতিসংঘ তাদের সাথে বিমাতাসুলভ আচরণ করে। পূর্ব তিমুর ও দক্ষিণ সুদানের সশস্ত্র খ্রিস্টান মুক্তিকামীদের বলা হয় স্বাধীনতা যোদ্ধা, কিন্তু ফিলিস্তিন ও কাশ্মীরের মুক্তিকামীরা সন্ত্রাসী। বিশ্বে আজ মুসলমানরা অসহায় মজলুম। তাইতাদের পাশে আমাকে বেশি দেখা যাবারই কথা। কিন্তু হিসাব করলে দেখা যাবে আমার সাধ্য ও সুযোগ অনুসারে আমি অমুসলিমদের জন্যে যা করেছি এবং মুসলিমদের জন্যে যা করেছি তার একটার চেয়ে অন্যটা খুব কম কিছু নয়। আসল কথা হলো, আমি মানুষের পরিচয়ের চেয়ে কেজালেম আর কে মজলুম- এটাই বড় করে দেখেছি। আমার ধর্মের এটাই শিক্ষা।’……
আহমদ মুসার পরশে লোহাও যে খাঁটি সোনায়পরিণত হয় তা আবার প্রমাণিত হলো।…
আহমদ মুসাকে নিষ্ক্রিয় রেখে মাত্র কয়েকজন সন্ত্রাসী রুখে দিল দিল অন্য আরেক দল ভয়ঙ্কর সন্ত্রাসীকে। ভয়াবহ বিপদ থেকে রক্ষা পেল আহমদ মুসাসহ ইদি আসুমানি মোহাম্মদের গোটা পরিবার। কিন্তু কেন, কীভাবে?… এ ধরনের অসংখ্য ঘটনা প্রবাহ সামনে নিয়ে হাজির হলো ‘শান্তির দ্বীপে সংঘাত’।
.
এই বইয়ের সমস্ত ঘটনা ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক। জীবিত অথবা মৃত কোন ব্যক্তি বা ঘটনার সাথে এর কোন প্রকার সম্পর্ক নেই। -লেখক
Symum Syris >> 65- Shantir Dipe Saonghat
শান্তির দ্বীপে সংঘাতের পরে আর কত খন্ড আছে?
বাকিগুলো এখনও প্রকাশিত হয়নি।
Akta boi dite ke koyek bosor somoy lagbe vai
বইটা এখনো বের হয় নাই।
কবে নাগাদ বের হতে পারে?
বইটা কবে প্রকাশিত হবে
কবে হবে
৬৫ নং খন্ড বের হয়েছে তো
তাই নাকি? আমাদের জানা ছিল না। সংগ্রহ করার চেষ্টা করব। ধন্যবাদ।
বইটা বাজারে আসছে ৩ মাস হবে..এখনো জানেন না
আসলেই হয়েছে? আপনি পড়েছেন?
আপনারা সাইমুম ৬৫ দিচ্ছেন না কেন?
বইটি এখনো হাতে পাইনি। কেনা হয়েছে, কিন্তু যিনি নিয়ে আসবেন, তাঁর ফ্লাইট চেঞ্জ হচ্ছে বার বার। এজন্য আমরা অত্যন্ত দুঃখিত। এখন শুনেছি তিনি এ মাসের শেষের দিকে এনে দেবেন বইটি।
আপনাদের ৬৫নং দিতে আর কত দিন লাগবে?
65 নং বইটি কবে দিবেন? শুনেছি প্রকাাশিত হয়েছে।
Ey boita ekhono upload koren ni
সাইমুম সিরিজের ৬৫ নং খন্ডটি কবে দেবেন?
Bhai r koto time lagbe?
আরে ভাই
সাইমুম সিরিজ ৬৫ : শান্তির দ্বীপে সংঘাত
এই বই মার্কেটে আসছে
ভঅইয়া আর কতো?
জাযাকাল্লাহু খাইর
When we will get santhir dip a songhat
Waiting
সাইমুম ৬৫ – শান্তির দ্বীপে সংঘাত – আবুল আসাদ
এই বই টা কবে আসবে
ভাই! বইটি কবে নাগাত আসতে পারে? অপেক্ষায় রইলাম।
খুব সম্ভবত এখনও বের হয়নি।
65 নাম্বার বউটা পাবো কোথায়?
please email me
ভাবে এভাবে যদি আপনারা বইগুলো আপলোড দিতে থাকেন, তাহলে প্রকাশনা বিভাগের অনেক ক্ষতি হয়ে যায়। লেখক সামনে লেখার আগ্রহ হারিয়ে ফেলে। সকলকে বইগুলো কিনে পড়ার অনুরোধ করছি। আমি নিজে সবগুলো বই কিনেছি।
That’s indeed a genuine factor , and I’m supportive to you claims. But , hey, you have to think of what facilities masses can afford, No? So, we better leave it as things are now. But out of the consideration to your point, if author or the publisher makes any notion against this online release, we can weigh the pros and cons before making decisions . Stay Well to Everyone. Assalamualaikum.
65 নং বই কবে পাব
আপনারা সাইমুম ৬৫ সিরিজটি আপলোড দিচ্ছেন না কেন?
হাতে পাইনি এখনও।
আসসালামু আলাইকুম,,
ভাই নভেম্বর তো অর্ধেক শেষ,,
আপনারা সাইমুম ৬৫ নাম্বার এখনো আপলোড দেননি,,,,
শিপিং আসেনি এখনও 🙁
নভেম্বরের কথা দিয়েও এখন ডিসেম্বর। আর কথ দেরি হবে???
এই মাসের মধ্যে বইটি হাতে পেতে পারি। সরি, লেট হচ্ছে বলে।
Boi ta ke podhte parbona online a r
Pls provude series no.65
আশা করছি খুব দ্রুত পাবো,ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিক।
আমি এটা কিভাবে পড়তে পারি।
কবে আসবে বইটি
আর কত অপেক্ষা করবো
সাইমুম ৬৫ – শান্তির দ্বীপে সংঘাত – আবুল আসাদ
শান্তির দ্বীপে সংঘাত – সাইমুম সিরিজের ৬৫তম বই। বইটি আমরা সংগ্রহ করতে পারলে এখানে দেয়ার আশা রাখি।
৬৬ নং খন্ড পাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছি । এটা কখন বের হবে?
আর কত দিন অপেক্ষা করতে হবে
কখন পাবো
বই তো আউট হয়ে গেছে।
এখনও সংগ্রহ করতে পারিনি।
Pdf পাওয়া যাবে
৬৫ কবে পাওয়া যাবে?
বইটি এখনও বের হয়েছে কি না, জানা নেই। বের হলে চেষ্টা করব।
সাইমুম ৬৫ পড়তে চাই। কখন যে সুযোগ হবে আল্লাহই ভালো জানেন। অপেক্ষার সময়গুলো আসলেই কঠিন। তবুও সাইমুম ৬৫ এর জন্য ১ বছরও অপেক্ষা করতে রাজি থাকবো ইনশাআল্লাহ।
সাইমুম ৬৫ পড়তে খুবই ইচ্ছুক। কখন যে সুযোগ হবে আল্লাহই ভালো জানেন। অপেক্ষার সময়গুলো আসলেই কঠিন। তবুও সাইমুম ৬৫ এর জন্য ১ বছরও অপেক্ষা করতে রাজি থাকবো ইনশাআল্লাহ।
দ্রুত ৬৫ নং চাই
হেডলাইন দেখে ভাবলাম চলে এসেছে
এখনও আসেনি
Assalamualikum.. Please post volume 65.. waiting for this volume..
Pls load the next book asap
Many many thanks for
Upload this series.
Waiting…….
Waiting for part 65
কি বলবো –এত্তো আনন্দ লাগছে আমার এই পর্ব গুলো পেয়ে ।।পরের পর্ব গুলো দিবেন প্লিজ তাড়াতাড়ি
প্লিজ এখানে ক্রেডিটের কথা কেউ উঠাবেন না।আমরা সবাই চাই এটা ছড়িয়ে পড়ুক সবখানে
আগে আপনাদের ওয়েবসাইটে ঢুকে ‘সিরিজ’ লেখাটাতে ক্লিক করলে অনয়সব সিরিজের সাথে সাইমুম সিরিজটাও দেখা যেত। এখন যায়না কেন? রীতিমতো সার্চ দিয়ে খুঁজে বের করতে হয়। এই অসাধারণ সিরিজের নাম কেউ না জানলে তো সার্চ দিবেও না। আর আপনাদের ওয়েবসাইটে এই সিরিজের একদম শেষ বইটা পর্যন্ত আছে, যেটা অন্য কোথাও আছে বলে জানিনা।
৬৫ নং বইটা কি বের হয়েছে?
না।
৬৫ পড়লাম, কিন্তু আগ্রহ কমে যাচ্ছে
সাইমুম সিরিজ ৬৫ পাবলিশড। প্লিজ ওয়েবসাইটে তাড়াতাড়ি দেওয়ার অনুরোধ
বইটা কি আপনি এখনও হাতে পাননি?
কেমন দেরি হবে জনাব?
ভাই “সাইমুম ৬৫:শান্তির দ্বীপে সংঘাত বের” হইছে অনেকদিন হয়ে গেল,আর কবে দিবেন?তাড়াতাড়ি দেন ভাই,অনেকদিন ধরে বসে আছি
66 no lagbe
কী ব্যাপার ভাই? বইটা কখন দিবেন? নভেম্বর মাসও তো আর কদিন বাদে শেষ হয়ে যাবে?
বইটা কি এখনো আসেনি ?
ভাইয়া, অক্টোবরের শেষ হয়ে নভেম্বর ও শেষ, এখন ডিসেম্বর চলে। বইটি কী আসবে না?
assalamualaikum vaii kemon acen ? next seris er jonno wait korteci .
ber hoice to vai den na keno???
অসংখ্য ধন্যবাদ বইটি সংযুক্ত করার জন্য। দীর্ঘদিন যাবত বইটির অপেক্ষায় ছিলাম।