কালো ঘুড়ি – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
প্রথম প্রকাশ – বইমেলা ২০১৫
প্রকাশক – নিমাই গরাই, লালমাটি প্রকাশন
প্রচ্ছদ – অনুপ রায়
.
উৎসর্গ
শাশ্বতী চন্দকে
.
ভূমিকা
মানুষ ভয় পেতেও ভালোবাসে৷ অ্যাডভেঞ্চারের সন্ধানে সে ছুটে চলে অজানা মুলুকে৷ বাস্তবজীবনে না হলেও বইয়ের পাতায়৷ যে কারণে মানুষ ভূতের গল্প, হাড়হীম করা গল্প বা অ্যাডভেঞ্চার উপন্যাস পড়ে৷ এ বইতে সংকলিত হয়েছে তেমনই বেশ কিছু গল্প, দুটি বড়ো গল্প বা নাতিদীর্ঘ উপন্যাস৷ ভিন্ন ভিন্ন বিষয় পটভূমিতে রচিত এই গল্পগুলি প্রকাশিত হয়েছিল আনন্দমেলা, শুকতারা, কিশোরভারতী, সন্দেশ সহ বিভিন্ন শিশু-কিশোর পত্রিকার বিশেষ সংখ্যা বা শারদ সংখ্যায়৷ এই সংকলনের আধ ডজন গল্প জনপ্রিয় এফ.এম. চ্যানেলগুলিতে সম্প্রচারিত হয়েছে৷ তবে লেখকের অন্য কোনো গল্প সংকলনে এর আগে এই গল্পগুলো প্রকাশিত হয়নি এটাই এই গল্প সংকলনের বৈশিষ্ট্য৷ সে অর্থে গ্রন্থাকারে প্রকাশিত এ গল্পগুলি নতুন গল্প৷ যারা ভয় পেতে ভালোবাসে, রহস্যর আলোআঁধারি যাদের আকর্ষণ করে, অজানা মুলুকে অ্যাডভেঞ্চার যাদের হাতছানি দেয়, সব বয়সী সেসব পাঠক-পাঠিকাদের এই গল্পগুলি ভালো লাগলে লেখক ও প্রকাশকের পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব৷
Leave a Reply