ব্যাংকে চাকরির জন্য আবেদন করেছে জসিম। তাকে পরীক্ষা করার জন্য ব্যাংকের বড় কর্তা একটা ছোট্ট কাজ দিলেন। বললেন, ‘কবির সাহেব আমাদের ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা ঋণ নিয়েছেন। দীর্ঘদিন ধরে আমরা তাঁর পেছনে লেগে আছি, কিন্তু তিনি আমাদের টাকা পরিশোধ করছেন না। পারো তো তাঁর কাছ থেকে আমাদের পাওনা টাকা উদ্ধার করে নিয়ে এসো।’
পরদিনই পুরো পাওনা টাকা উদ্ধার করে হাজির জসিম। বড় কর্তার চক্ষু তো ছানাবড়া! কর্তা বললেন, ‘আশ্চর্য! আমরা এত দিন ধরে পারলাম না, আর তুমি এক দিনেই টাকা তুলে ফেললে! কীভাবে পারলে?’
জসিম বলল, ‘সহজ! তাঁকে বললাম, হয় আপনি আমাদের টাকা পরিশোধ করুন, নয়তো আপনার সব পাওনাদারের কাছে গিয়ে বলব, আপনি আমাদের টাকা পরিশোধ করে দিয়েছেন!’
Add to favorites 0
« পূর্ববর্তী:
« নিজের পকেটে হাত
« নিজের পকেটে হাত
পরবর্তী: »
ব্যাংকের মাথাব্যথা »
ব্যাংকের মাথাব্যথা »
Leave a Reply