• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • সব বই
  • লেখক
  • সিরিজ
  • বইয়ের ধরণ
  • Login/Register
  • My Account →
  • সব বই
  • লেখক
  • সিরিজ
  • বইয়ের ধরণ
  • Login/Register
  • My Account →
  • বাংলা ডিকশনারি
  • বাংলা কৌতুক
  • বাংলা লিরিক্স
  • বাংলা রেসিপি
  • হেলথ টিপস এন্ড নিউজ

বাংলা নতুন/পুরাতন বইয়ের পিডিএফ ডাউনলোড/সন্ধান করতে আমাদের বাংলা পিফিএফ সাইটে ক্লিক করুন।

Bangla PDF

খেলোয়াড়গণ কহেন

লাইব্রেরি » বাংলা কৌতুক » রম্য রচনা » খেলোয়াড়গণ কহেন

খেলোয়াড়দের কাজ পা দিয়ে খেলা। তাই বলে মুখ কিন্তু বন্ধ থাকে না তাঁদের। অদ্ভুত সব কথাবার্তা ও বেফাঁস মন্তব্য করে মাঠের বাইরেও জমিয়ে রাখেন তাঁরা, হন পত্রিকার শিরোনাম। খেলোয়াড়দের তেমনি মজার মজার কথা ওয়েবসাইট থেকে আতিপাতি করে খুঁজে বের করেছেন আলিয়া রিফাত.

আমরা হেরেছি, কারণ আমরা জিতিনি।—রোনালদো, ব্রাজিলিয়ান স্ট্রাইকার।
ফুটবলে প্রথম ৯০ মিনিটই সবচেয়ে গুরুত্বপূর্ণ। —স্যার ববি রবসন, সাবেক ইংলিশ ফুটবলার এবং কোচ।
যতটা সুখী হওয়া সম্ভব আমি ততটাই সুখী, কিন্তু আমি আগে আরও সুখী ছিলাম।—উগো ওহিওগু, সাবেক ইংলিশ ফুটবলার।
হয় ভালো, না হয় মন্দ। এর মাঝামাঝি কিছু না। আজকে আমরা মাঝামাঝি ছিলাম।—গ্যারি লিনেকার, সাবেক ইংলিশ স্ট্রাইকার।
লিগ জেতার আগ পর্যন্ত প্রতিটা খেলাতেই যদি আমাদের হারতে হতো, তাতেও অবাক হতাম না। —মার্ক ভিদুকা, অস্ট্রেলিয়ান ফুটবলার।
আমি সত্যিই অবাক হয়েছি কিন্তু আমি সব সময়ই বলি, ফুটবলে কোনো কিছুই আমাকে অবাক করে না। —লা ফার্ডিনান্ড, সাবেক ইংলিশ ফুটবলার।
ইতালিতে আমার ভালো লাগছিল না, মনে হচ্ছিল বিদেশে আছি।—ইয়ান রাশ, সাবেক ইংলিশ ফুটবলার।
আমি সব সময় ডান পায়ের বুটটা আগে পরতাম। তারপর ডান পায়ের মোজা।—ব্যারি ভেনিসন, সাবেক ইংলিশ ফুটবলার।
উদ্বোধনী অনুষ্ঠানটা দারুণ ছিল, যদিও আমি সেখানে যাইনি।—গ্রায়েম লি, সাবেক ইংলিশ ফুটবলার।
অ্যালেক্স ফার্গুসন আমার দেখা এই পর্যায়ের সেরা ম্যানেজার। এই পর্যায়ে আমি একজন ম্যানেজারকেই পেয়েছি এবং তিনিই সেরা।—ডেভিড বেকহাম, ইংলিশ মিডফিল্ডার।
আমি কোনো ইতালিয়ান ক্লাবের হয়ে খেলতে চাই। যেমন, বার্সেলোনা।—মার্ক ড্র্যাপার, সাবেক ইংলিশ ফুটবলার।
ফুটবলে মাঝে মাঝে আপনাকে গোল দিতে হয়। —থিয়েরি অঁরি, ফ্রেঞ্চ ফুটবলার।
আমি কখনোই যেতে চাইনি। মৃত্যুর আগ পর্যন্ত আমি এখানেই থাকব। আশা করি তার পরেও।—অ্যালান শিয়েরার, সাবেক ইংলিশ ফুটবলার, নিউক্যাসল; ইউনাইটেড ক্লাব সম্পর্কে।
আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আপনি
জিতবেনই। আমরা বিশ্বাস করি, আমরাই জিতব, যতক্ষণ না শেষ বাঁশি বেজে ওঠে আর আমরা টুর্নামেন্ট থেকে বিদায় নিই।—পিটার শিলটন, সাবেক ইংলিশ গোলকিপার।
আমার বাবা-মা সব সময়ই আমার পাশে ছিলেন। যখন আমার বয়স সাত তখন থেকে।—ডেভিড বেকহাম, ইংলিশ মিডফিল্ডার
জেতা আসলে কোনো ব্যাপারই না, যতক্ষণ আপনি জিতবেন।—ভিনি জোন্স, ব্রিটিশ ফুটবলার।
মনে হচ্ছিল যেন রেফারির হাতে একটা নতুন হলুদ কার্ড ছিল এবং তিনি তা পরীক্ষা করে দেখতে চাইছিলেন।—রিচার্ড রুফুস, সাবেক ইংলিশ ফুটবলার।
আমি আমার বাঁ গোড়ালিতে সেঁক নিচ্ছিলাম। তখন পাশ থেকে একজন বলে উঠল ওটা নাকি আমার ডান গোড়ালি।—লি হেনড্রি, ইংলিশ মিডফিল্ডার।
ইতালিয়ানরা আপনাদের বিপক্ষে জিততে পারবে না কিন্তু আপনি তাদের বিপক্ষে খেলে হারতে পারবেন। —ইয়োহান ক্রুইফ, ডাচ ফুটবলার।
যে ব্যক্তি বলে, জয়লাভই সবকিছু নয়, সে আসলে কোনো দিন জয়লাভ করেনি।—মিয়া হাম, আমেরিকান মহিলা ফুটবলার।
লাতিন আমেরিকায় ফুটবল ও রাজনীতির মধ্যে সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। এই পর্যন্ত অনেক সরকারেরই পতন ঘটেছে জাতীয় ফুটবল দলের পরাজয়ের কারণে। —লুইস সুয়ারেজ, স্প্যানিশ ফুটবলার।
যদি প্রস্তুতি নিতে ব্যর্থ হও, তাহলে ব্যর্থতার জন্য প্রস্তুত হও।—রয় কিন, আইরিশ ফুটবলার ও ম্যানেজার
খেলা শেষ হওয়ার তিন মিনিট আগেই আমরা বিজয়ীকে পেয়ে গিয়েছিলাম। কিন্তু শেষমেশ দুই দলই সমান হয়ে গেল।—ইয়ান ম্যাকনেইল।
যদি তুমি ঠায় দাঁড়িয়ে থাকো, তাহলে কেবল একদিকেই যেতে পারবে। সেটা হলো পেছনের দিক। —পিটার শিলটন, ইংলিশ গোলকিপার।
রেফারি দাঁড়িয়ে ছিল উল্লম্বভাবে, ঠিক ১৫ গজ দূরে। —কেভিন কিগান, ফুটবলার।
আমি একবার বলেছিলাম, গাজ্জার আইকিউ তাঁর শার্টের নম্বরের চেয়ে কম। সে আমাকে জিজ্ঞেস করল, আইকিউ কী?—সাবেক আইরিশ ফুটবলার জর্জ বেস্ট, পল গ্যাসকোয়েন সম্পর্কে।
সে বাঁ পায়ে ফুটবলে লাথি মারতে পারে না, বল হেড করতে পারে না, গোল করতেও পারে না। তা ছাড়া তার আর সবই ঠিক আছে।—জর্জ বেস্ট, ইংলিশ মিডফিল্ডার; ডেভিড বেকহাম সম্পর্কে।
আমার জীবনের প্রথম এবং সম্ভবত শেষবারের মতো এমন হলো। এ এক অদ্ভুত অনুভূতি। একই ম্যাচে কখনো আমি তিনটে গোল দিয়েছি বলে মনে পড়ে না। এমনকি যখন ছোট ছিলাম তখনো না।—জিনেদিন জিদান, সাবেক ফ্রেঞ্চ ফুটবলার।
আমি আমার সেরা পারফরম্যান্সটিই দেখিয়েছি, এমন অপবাদ আমাকে কখনোই দিতে পারবেন না।—অ্যালান শিয়ারার।
ফাঁকা মাঠের চেয়ে লোকভর্তি বাড়ির সামনে খেলা ভালো।—জনি জাইলস।
যদি বিশ্বাস না করো যে তুমি জিতবে, তাহলে ঘুম থেকে ওঠারই কোনো মানে হয় না।—নেভিল সাউথহল, সাবেক ব্রিটিশ ফুটবলার।

সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ১৪, ২০১০

Category: বাংলা কৌতুক, রম্য রচনা
Previous Post:ভবিষ্যতের আগে – কাওসার আহমেদ চৌধুরী
Next Post:নাঙা পায়ে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ডিকশনারি

কৌতু্ক / জোকস

লিরিক

রেসিপি

বিবিধ রচনা

হেলথ

Download PDF


My Account

Facebook

top↑