জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর (২৪.১.১৮২৬ – ৫.১.১৮৯০) পাথুরিয়াঘাটা — কলিকাতা। প্রসন্নকুমার। হিন্দু কলেজে তাঁর সহপাঠী ছিলেন রাজনারায়ণ বসু ও তরু দত্তের পিতা গোবিন্দচন্দ্ৰ দত্ত। ১৮৪১ খ্রী. ৪০ টাকার এক সিনিয়র স্কলারশিপ পান। ১৮৪২ খ্রী. কলিকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হন। শিক্ষাগুরু রেভা. কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের প্রভাবে খ্ৰীষ্টধর্মে আকৃষ্ট হন এবং ১৮৫১ খ্রী ঐ ধর্ম গ্ৰহণ করে গুরুকন্যা কমলমণিকে বিবাহ করেন। ধর্মত্যাগ করায় পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হন। পরে আইনের বলে সম্পত্তি পেয়েছিলেন। ১৮৫৯ খ্রী. অসুখের চিকিৎসা করাতে সস্ত্রীক ইংল্যান্ড যান। আরোগ্যলাভের পর লণ্ডনের ইউনিভারসিটি কলেজে হিন্দু আইন ও বাংলা ভাষার অধ্যক্ষ হন। ১৮৬২ খ্ৰী. লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টারি পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৮৬৪ খ্রী. দেশে ফিরে ১৮৬৫ খ্রী. হাইকোর্টে যোগ দেন। জুডিশিয়ারির ইতিহাসে তিনিই প্রথম এশিয়ান ব্যারিস্টার। স্ত্রীর মৃত্যুর (১৮৬৯) পর দুই কন্যা ভবেন্দ্ৰবালা ও সত্যেন্দ্ৰবালাকে নিয়ে ইংল্যাণ্ডে চলে যান। সেখানেই মৃত্যু।
Leave a Reply