সংক্ষিপ্ত অবয়বে ছোটগল্পকে সমৃদ্ধ করেছেন বনফুল। সোহানা বিলকিস বনফুলের ছোটগল্পঃ একটি নিমেষ ও বহতা জীবন গ্রন্থে বাংলা ছোটগল্পের ঐতিহাসিক প্রেক্ষাপটে বনফুলের সাফল্য ও স্বাতন্ত্র্য চিহ্নিত করার চেষ্টা করেছেন। তাঁর অনুসন্ধিৎসায় নির্মিত হয় বনফুলের নতুন পাঠ, যেখানে গল্পের ভাষা ও বক্তব্যের অবিচ্ছেদ্য সম্পর্ক চিহ্নিত করার প্রয়াস চোখে পড়ে। ছোটগল্পের ধারাবাহিকতা বিবেচনায় এনেই তিনি সমকালীন ছোটগল্পে বনফুলের ব্যক্তিগত কণ্ঠস্বরকে চিহ্নিত করেন। মানবজীবনের বিচিত্র বিষয়ে লেখকের অভিজ্ঞতা ও অর্জনের শিল্পভাষ্যকে শনাক্ত করেছেন তিনি। বনফুলের কবিপ্রতিভা ও বিজ্ঞানমনস্কতা গল্পের প্রকরণশৈলীতে যে অভিনবত্ব এনেছে, প্রাবন্ধিক তার স্বরূপ আবিষ্কার করেছেন। গবেষকের বিবেচনায়, ‘নিজ শিল্পকৌশলে বনফুলের ছোটগল্প স্বমহিমায় হয়েছে উজ্জ্বল’। প্রকাশক স্বরাজ। ১৩০ টাকা।
তারেক রেজা
সূত্রঃ প্রথম আলো, ডিসেম্বর ডিসেম্বর ০৫, ২০০৮
Nice & thanks
Many many thanks