1 of 2

দুটি প্রাথমিক প্রশ্ন

দুটি প্রাথমিক প্রশ্ন
নবারুণ ভট্টাচার্য

অনেক গ্রামবাসী
তাদের চারজন কমরেডের মৃতদেহর জন্যে
শহরতালুকের মর্গের বাইরে
সকাল থেকে বসে আছে।

একজন শ্রমিক
হায় কি দুর্বল তার ইউনিয়ন
রেললাইনের দিকে তাকিয়ে ভাবছে
আত্মহত্যা করলে কি বাঁচা যাবে?

অনেকগুলো বাচ্চা
পোস্টারের কাগজ আর প্যাকিংবাক্সের ঘরে
খেলে খেলে একসময় ঘুমিয়ে পড়েছে
ওদের মা ফিরলে তবে খেতে দেবে।

এখন কি আমার শিল্পচর্চা করা মানায়?

বুড়ো পাহাড়ের পিঠে গাছগুলো ঝড় মাখছে
আকাশের চোখ অন্ধ করে দিচ্ছে ধুলো
গতকালের কালো মেঘগুলো আজকে লাল।

এখন কি আমার নিজের কষ্ট নিয়ে ভাবার সময়?

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *