ফেসবুকে হাওয়া এসে লাগে
কিন্তু কোনো সংকেত জানাচ্ছে না
সদা তৈরি আবহাওয়া বিভাগ
একুশ বছর আগে যদি
ঠিক ঠিক এই বেগে বইত বাতাস
ঝড়ঝক্কা ঘটে যেত নাকি!
এখন বাতাস আছে
বৃক্ষটিও দাঁড়িয়ে রয়েছে
কিন্তু তাতে পাতা নেই বলে
সামান্য বাতাসে আর জাগে না কাঁপন
তোমার সামান্য ফুঁ-য়ে পত্রবিহীন ডালে বাজবে না সুর
খুব জোরে ঝড় হয়ে যদি আস বড়জোর ন্যাড়া গাছ
উপড়ে যেতে পারে····
আনিসুল হক
সূত্রঃ দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ২৬, ২০০৮
Aha jodi thakto tomar Lejer upor dana,
Ural dilei apod jeto korto na keu mana.
uf kothin jinis.try abahon.com for more