তোর কি কেবল প্রতীক্ষাতেই বছর যাবে ঘুরে?
তুই কতকাল কানট খোঁপা বাঁধবি অন্তপুরে?
কালিনী নইকূলের কালোয় পরান সমর্পিতে
অভিসারের রাত পোহাবে কেবল প্রস্তুতিতে?
জেগেই থাকে জাগায় নাকো নিমুরোদে স্বামী
ব্যাকুল দেহ উপেক্ষিত কুল-মরিয়াদ দামি।
বাঁশি যদি বাজাল সেই নন্দের নন্দন
তোর শরীরে অপ্রতিরোধ কিসের এ কান্দন?
নগ্ন চরণ অধিক কমল কঠিন ঘুঙ্গুর বিনা
‘ঘুঙ্গুর ছাড়াই দুইপা বাড়াই’-কেন যে ভাবলি না
শরীরটাকেই মূল্য দিল শরীর কি বিপণি?
মন কেন তোর পোড়ায় যথা কুম্ভরেরও পনী?
তোর বঁধুয়া আনবাড়ি যায় তোর আঙিনা দিয়া
শরীর বোঝে মন বোঝে না এ কোন্ দরদিয়া?
প্রণয়পাগল রাইকিশোরী আপন করলি পর
ছিটমহলের নারী কোথায় তুলবে নিজের ঘর?
দেহ মিটায় দেহের ক্ষুধা মন যেন না মতি
এক গোপিনী ত্যাজি গোপাল সহস্রে সংহতি
দেহের অধিক মন নিয়ে আর তোর কতকাল রাধা
লাখ লাখ যুগ হিয়ায় হিয়ায় অনাদিকালের কাঁদা?
উম্মেমুস লিমা
সূত্রঃ দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ২৬, ২০০৮
Leave a Reply