• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • লেখক
  • My Account
  • লেখক
  • My Account
  • বাংলা ডিকশনারি
  • বাংলা কৌতুক
  • বাংলা লিরিক
  • বাংলা রেসিপি
  • হেলথ টিপস এন্ড নিউজ

বাংলা PDF ডাউনলোড

বাংলা নতুন/পুরাতন বইয়ের পিডিএফ ডাউনলোড/সন্ধান করতে আমাদের বাংলা পিফিএফ সাইটে ক্লিক করুন।

Bangla PDF

বাংলাদেশের স্বাস্থ্য ও পুষ্টি

লাইব্রেরি » জানা-অজানা » বাংলাদেশ বিষয়ক » বাংলাদেশের স্বাস্থ্য ও পুষ্টি
  1. নিরাপদ পানি ব্যবহারকারীর সংখ্যার ভিত্তিতে বাংলাদেশের স্থান কত?
  2. বাংলাদেশে কতটি পরমানূ চিকিৎসা কেন্দ্র আছে?
  3. বাংলাদেশে মানসিক স্বাস্থ্য হাসপাতাল কয়টি ও কোথায়?
  4. বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় কয়টি?
  5. বাংলাদেশে সরকারী মেডিকেল কলেজের সংখ্যা কত?
  6. বাংলাদেশে সরকারী ডেন্টাল মেডিকেল কলেজের সংখ্যা- ?
  7. বাংলাদেশে মাতৃসদন ও শিশু কল্যান কেন্দ্র  কটি?
  8. বাংলাদেশে কয়টি প্যারা মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান আছে?
  9. বাংলাদেশে থানা স্বাস্থ্য কেন্দ্র এর সংখ্যা কোনটি?
  10. বাংলাদেশে কুষ্ঠ রোগের হাসপাতাল কোথায়?
  11. বাংলাদেশে পলিশ হাসপাতাল কয়টি?
  12. দেশে যক্ষা হাসপাতালের সংখ্যা কত?
  13. বাংলাদেশে সার্জারী যক্ষা হাসপাতাল কয়টি?
  14. বাংলাদেশে যক্ষা ক্লিনিকের সংখ্যা কয়টি?
  15. দেশে রেলওয়ে হাসপাতালের সংখ্যা কত?
  16. দেশে জেল/কারা হাসপাতালের সংখ্যা কত?
  17. দেশে রেজিস্ট্রিকৃত বেসরকারী মেডিকেল কলেজ কোনটি?
  18. দেশে রেজিস্ট্রিকৃত বেসরকারী  ডেন্টাল কলেজ কয়টি?
  19. দেশে থ্যালেসিমিয়া সেন্টার কোনটি?
  20. বাংলাদেশের প্রথম মোবাইল হাসপাতালের নাম কি?
  21. দেশের প্রথম টেষ্ট টিউব শিশু কবে জন্মগ্রহন করে?
  22. বাংলাদেশে প্রথম মরণোত্তর চক্ষুদাতা কে?
  23. কবে খাবার স্যালাইন উদ্ভাদন করা হয?
  24. খাবার স্যালাইন উদ্ভাদন কবে কোন প্রতিষ্ঠান?
  25. বাংলাদেশে ডায়াবেটিকস সমিতি কবে প্রতিষ্ঠা হয়?
  26. ডায়াবেটিকস সচেতনতা দিবস কবে পালিত হয়?
  27. বাংলাদেশে কবে জনসংখ্যা নিয়ন্ত্রন কর্মসূচী গ্রহন ও বাস্তবায়ন শুরু হয়?
  28. বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচী গ্রহন করা হয় কোন সালে?
  29. কবে বাংলাদেশ সরকার সমপ্রসারিত টিকা দান কর্মসূচী গ্রহন করে?
  30. দেশে কবে প্রথম জাতীয় ভিত্তিক টিকাদান কর্মসূচী পালন করে?
  31. ইপিআই প্রকল্পে সাহায্যেদানকারী সংস্থা কোনটি? 
  32. ই, পি, আই এর সাহায্যে যে ছয়টি রোগ নির্মুল করা হবে বলে চেষ্টা করা হয়েছে সে গুলো কি কি?
  33. প্রতি বছর কোন তারিখে হতে পুষ্টি সপ্তাহ পালনের সিদ্ধান্ত হয়?
  34. একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির দেহে কত মিলি গ্রাম আয়োডিন থাকে?
  35. একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির দৈনিক কত মাইক্রো গ্রাম আয়োডিন থাকে?
  36. এডিস মশা কিভাবে সংক্রমণ ছড়ায়? 
  37. ডেঙ্গু কি?
  38. রোগ নির্ণয়ে ও নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ উৎপাদন শুরু করেছে কোন প্রতিষ্ঠান?
  39. বাংলাদেশের প্রথম নির্মিতব্য আন্তজাতিক মানের বেসরকারী ক্যান্সার হাসপাতালের নাম কি?
  40. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বাংলাদেশের কোন শহরকে দক্ষিন-পূর্ব এশিয়ার হেলদি সিটি ঘোষনা করে?
  41. বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে জনগণের পুষ্টি অধিকার স্বীকৃত হয়েছে?

—————————–

  1. উঃ নবম।
  2. উঃ ১৩টি।
  3. উঃ ২ টি, পাবনা ও ঢাকায়।
  4. উঃ ১টি।
  5. উঃ ১৫ টি।
  6. উঃ ৩ টি। (মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসহ)
  7. উঃ ৯৮টি।
  8. উঃ ২ টি।
  9. উঃ ৪০৩ টি।
  10. উঃ নীলফামারী।
  11. উঃ ২০ টি।
  12. উঃ ৪ টি।
  13. উঃ ৮ টি।
  14. উঃ ৪৪ টি।
  15. উঃ ৯ টি।
  16. উঃ ১৯ টি।
  17. উঃ ২৭ টি।
  18. উঃ ৮ টি।
  19. উঃ ১ টি।
  20. উঃ জীবন তরী।
  21. উঃ ৩০ মে, ২০০১।
  22. উঃ এ. আর. এম. এনামূল হক।
  23. উঃ ৫ ফেব্রুয়ারী ১৯৭১ সনে।
  24. উঃ ঢাকার আন্তর্জাতিক উদারাময় গবেষনা কেন্দ্র।
  25. উঃ ২৮ ফেব্রুয়ারী, ১৯৫৬ সালে।
  26. উঃ ২৮ ফেব্রুয়ারী।
  27. উঃ ১৯৫৩ সালে।
  28. উঃ ১৯৭৬ সালে।
  29. উঃ ৭ এপ্রিল, ১৯৭৯ সালে।
  30. উঃ ১৯৮৫ সালে।
  31. উঃ ইউনিসেফ।
  32. উঃ যক্ষা, ডিপথেরিয়া, পোলিও, টিটেনাস, হুপিং কফ ও হাম।
  33. উঃ ২৩ শে এপ্রিল।
  34. উঃ ৩০ মিলি গ্রাম
  35. উঃ ১৫০ মাইক্রো গ্রাম।
  36. উঃ ফ্লাভি ভাইরাস।
  37. উঃ ডেঙ্গু ভাইরাসজনিত একটি জ্বর। ডেঙ্গুজ্বর দুই ধরণের। যথা- ক্লাসিক্যাল বা সাধারণ ডেঙ্গুজ্বর ও হেমোরেজিক ডেঙ্গুজ্বর।
  38. উঃ সাভারের বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের তেজষ্ক্রিয় উৎপাদন বিভাগ।
  39. উঃ আহসানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল।
  40. উঃ চট্টগ্রাম সিটিকে।
  41. উঃ ১৮ নম্বর অনুচ্ছেদে।

***এই পৃষ্ঠার কিছু তথ্য পরিবর্তনশীল।

Category: বাংলাদেশ বিষয়ক
পূর্ববর্তী:
« বাংলাদেশের স্থাপত্য ও ভাস্কর্য
পরবর্তী:
বাঙালী জাতির অভ্যুদয় »

Reader Interactions

Comments

  1. মো:জাবের গাজী

    April 15, 2009 at 6:45 am

    আরো বিস্তারিত চাই

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

বাংলা লাইব্রেরি : উল্লেখযোগ্য বিভাগসমূহ

লেখক ও রচনা

অনুবাদ সাহিত্য

সেবা প্রকাশনী

ডিকশনারি

কৌতু্ক / জোকস

লিরিক

রেসিপি

কোরআন

হাদিস

ত্রিপিটক

মহাভারত

রামায়ণ

পুরাণ

গীতা

বাইবেল

বিবিধ রচনা

বাংলা ওসিআর

Download Bangla PDF

হেলথ

লাইব্রেরি – ফেসবুক – PDF

top↑