হাদীস নং ২৪৯৬
ইসহাক ইবন নাসর (রঃ) …….. আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, একদল লোককে নাবী (সাঃ) . হলফ করতে বললেন। তখন (কে কার আগে হলফ করবে এ নিয়ে) তাড়াহুড়া শুরু করে দিল। তখন তিনি কে (আগে) হলফ করবে, তা নির্ধারনের জন্য তাদের নামে লটারী করার নির্দেশ দিলেন।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
বাংলায় বই বা লেখকের নাম লিখে সার্চ করুন :
Leave a Reply