নিম ফুলের মউ পিয়ে
ঝিম হয়েছে ভোমরা।
মিঠে হাসির নূপূর বাজাও
ঝুমুর নাচো তোমরা।।
কভু কেয়া-কাঁটায়,
কভু বাবলা-আঠায়
বারে বারে ভোমরার পাখা জড়ায় গো–পাখা জড়ায়
দেখে হেসে লুটিয়ে পড়ে
ফুলের দেশের বউরা।।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
বাংলায় বই বা লেখকের নাম লিখে সার্চ করুন :
Leave a Reply