পরিস্থিতি ২০১১
টোকন ঠাকুর
ক্ষুধার্ত বাচ্চাদের জন্য আমি কীকরতে পারি?
যদি ঘনজঙ্গলে যাই
বাঘিনীর খপ্পরে পড়ি (হায়)
বাঘিনী যদি আমাকে থাবায়, খায়
তখন, দুধ হয়েপৌঁছুতে পারি
মা-বাঘিনীর স্তনের বোঁটায়
বন পর্যটকই একদিন মনোযোগ দেবে
পড়ে থাকা কঙ্কালে, আমার হাড়ে
ওই যে বাঘিনী আসছে
এইবার, যেকোনো মুহূর্তেই, ক্ষুধার্ত বাচ্চারা
জঙ্গলে কবিতা লিখতে আসা আমাকে
খেয়ে ফেলতে পারে…
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ০৭, ২০১১
বুকমার্ক করে রাখুন 0
Leave a Reply