০৩. গীতগোবিন্দ : তৃতীয় সর্গ : মুগ্ধ মধুসূদন

অনুরাগ-ভরে হরি করেন বিচার,
রাধার প্রণয় মাত্র প্রণয়ের সার,
প্রেমাধার-রূপা সেই রাধিকারে মনে
চিন্তিয়া, ত্যজেন তিনি অন্য গোপী গণে।
মদনে-তাড়নে অতি হইয়া কাতর,
প্রিয়া লাগি অনুতাপ করিয়া বিস্তর,
চারি-দিকে করি তাঁরে বহু অন্বেষণ,
কোথাও না পান হরি তাঁর দরশন।
যমুনা-পুলিন-কুঞ্জে একপাশে বসি,
বিলাপেন হৃযিকেশ স্মরিয়া প্রেয়সী।

সপ্তম সঙ্গীত।

(কীর্ত্তন সুর, তোটক। তাল একতালা।)

“নিরখি আমারে নারীর দলে
সরোষে প্রেয়সী গিয়াছে চলে।
বুঝিয়া স্বদোষ সভয়-মনে
বাধা নাহি দিনু তাঁর গমনে।
কি করিবে প্রিয়া মোর বিরহে,
সে ভাবনা এবে হৃদয় দহে।
কি কবে এবে সে মানিনী মোরে,
হরি হরি বড় পড়িনু ঘোরে।
যদি সে প্রেয়সী মোরে বিমুখ
ধন-জন-গেহে আছে কি সুখ?
রাগে রাঙ্গা সেই মুখ-কমল
এখানে মনেতে জাগে কেবল।
ভ্রুযুগল তাহে ভ্রমর-পাঁতি,
উদিছে মানসে দিবস রাতি।
কেঁদে কেঁদে কেন বেড়াই বনে,
হৃদে ভাবি সেই চাঁদ বদনে।
কোথা আছ, প্রিয়ে রাগের ভরে,
না হেরে তোমারে সাধি কি করে।
ভ্রুযুগল তাহে ভ্রমর পাঁতি,
উদিছে মানসে দিবস রাতি।
কেঁদে কেঁদে কেন বেড়াই বনে,
হৃদে ভাবি সেই চাঁদ বদনে।
কোথা আছ, প্রিয়ে, রাগের ভরে,
না হেরে তোমারে সাধি কি করে।
নিকটে যেন লো এসেছ ধনী,
কখন বা মনে এরূপ গণি।
ভাঙ্গিছে পুন সে ভ্রম তখনি,
আলিঙ্গন তব না পেয়ে ধনী।
আর কভু হেন হবে না দোষ,
দেখা দেহ, প্রিয়ে, ত্যজিয়া রোষ।
না হেরে তোমারে, ওলো সুন্দরি,
মদন-দহনে জ্বলিয়া মরি।”
কেন্দুবিল্ব-সিন্ধু-সম্ভব চাঁদ,
কবি-জয়দেব রচে এ ছাদ।

বিরাজিছে হৃদে মোর মৃণালেন হার,
ভুজঙ্গম ভ্রম তাহে হ’ল কি তোমার?
সুনীল নলিন মোর কণ্ঠে পায় শোভা,
তুমি কি বুঝেছ তাহা গরলের আভা?
হেরিছ অঙ্গেতে মোর সেই বিলেপন,
ভস্ম নহে, মনসিজ, দেখ এ চন্দন।
হানিও না মোর পরে, ওহে পঞ্চশর,
বিষম এ শর তব; আমি নহি হর।

কাতর আমি হে এবে প্রিয়ার বিরহে,
আমারে পীড়ন তব সমুচিত নহে।
চূতাঙ্কুর শরে নিজ ধরিয়া হে করে
সংযোজিত করণাক ধনুর উপরে।
ক্রীড়ায় মোহিত তব এ বিশ্ব সংসার,
দুর্ব্বল পীড়নে নাহি পৌরুষ তোমার।
কুরঙ্গ-নয়না-প্রিয়া-কটাক্ষের শরে
নিরন্তর দেয় জ্বালা এ পোড়া অন্তরে।

বুঝি পুনর্ব্বার কাম রাধারে অর্পিলা
ভ্রূ-ধনু অপাঙ্গ-শর কর্ণ-প্রান্ত-ছিলা;
যে রাধা প্রসাদে লভি এই অস্ত্র চয়
অবহেলে করিলেন ত্রিলোক-বিজয়।

ভ্রূ-চাপে নিহিত তব কটাক্ষের শর,
কি বিচিত্র যদি দহে আমার অন্তর?
কুটিল শ্যামল তব কবরীর ভার,
কি বিচিত্র দহে যদি মরম আমার?
বিম্বাধর খানি তব সুরাগে রঞ্জিত,
কি বিচিত্র করে যদি চিত বিমোহিত?
ইহাই বিচিত্র তব উচ্চ কুচ-দ্বয়
সরল হয়েও মোর প্রাণ-হর হয়।
মনে মনে হেন মোর হয় অনুমান,
পাই যেন প্রিয়ামুক-কমল-আঘ্রাণ;
হেরি যেন তাঁর স্নিগ্ধ চঞ্চল চাহনি,
শুনি যেন সুধা মাখা সুকণ্ঠের ধ্বনি,
লভি যেন কোমল পরশে কত সুখ,
চুম্বি যেন বিম্বাধরে মধুর সে মুখ।
পূর্ণরূপে পেয়ে মনে প্রিয়া সম্মিলন
তবুও বাড়িছে কেন বিরহ-বেদন?
ত্রিভঙ্গ-ভাবেতে কিবা নিকুঞ্জে দাঁড়ায়ে,
হেলায়ে মোহন চূড়া, কুণ্ডল দোলায়ে,
বাজান মোহন-রবে বাঁশরী শ্রীহরি,
গোপীগণ মুগ্ধা শুনি সুস্বর লহরী,
সেই অবসরে কিবা রাধার উপর
মাঝে মাঝে হানিছেন কটাক্ষের শর।
মঙ্গল করুক সদা সুমঙ্গলময়
ভক্তগণ তোমাদের সে কটাক্ষ-চয়।

——————————

মূল সংস্কৃত

কংসারিরপি সংসার-বাসনাবদ্ধশৃঙ্খলাম্ |
রাধামাধায় হৃদয়ে তত্যাজ ব্রজসুন্দরীঃ ||১||

ইতস্ততস্তামনুসৃত্য রাধিকামনঙ্গবাণ-ব্রণখিন্নমানসঃ |
কৃতানুতাপঃ স কলিন্দনন্দিনীতটান্তকুঞ্জে বিষসাদ মাধবঃ ||২||

গীতম্

গুর্জ্জরীরাগেণ যতিতালেন চ গীয়তে

মামিয়ং চলিতা বিলোক্য বৃতং বধূনিচয়েন |
সাপরাধতয়া ময়াপি ন বারিতাতিভয়েন |
হরি হরি হতাদরতয়া গতা সা কুপিতেব ||৩||

কিং করিষ্যতি কিং বদিষ্যতি সা চিরং বিরহেণ |
কিং ধনেন জনেন কিং মম জীবিতেন গৃহেণ ||৪||

চিন্তয়ামি তদাননং কুটিলভ্রু কোপভরেণ |
শোণপদ্বমিবোপরি ভ্রমতাকুলং ভ্রমরেণ ||৫||

তামহংহৃদি সঙ্গতামনিশং ভৃশং রময়ামি |
কিং বনেহনুসরামি তামিহ কিং বৃথা বিলপামি ||৬||

তন্বি খিন্নমসূয়য়া হৃদয়ংতবাকলয়ামি |
তন্ন বেদ্মি কুতো গতাসি ন তেন তেহনুনয়ামি ||৭||

দৃশ্যতে পুরতো গতাগতমেব মে বিদধাসি |
কিং পুরেব সসম্ভ্রমং পরিরম্ভণং ন দদাসি ||৮||

ক্ষম্যতামপরং কদাপি তবেদৃশং ন করোমি |
দেহি সুন্দরী দর্শনং মম মন্মথেন দুনোমি ||৯||

বর্ণিতং জয়দেবকেন হরেরিদং প্রবণেন |
কেন্দুবিল্বসমুদ্রসম্ভববরোহিণীরমণেন ||১০||

হৃদি বিসলতাহারো নায়ং ভুজঙ্গমনায়কঃ
কুবলয়দলশ্রেণী কণ্ঠে ন সা গরলদ্যুতিঃ |
মলয়জরজো নেদং ভস্ম প্রিয়ারহিতে ময়ি
প্রহর ন হরভ্রান্ত্যানঙ্গ ক্রুধা কিমু ধাবসি ||১১||

পাণৌ মা কুরু চূতসায়কমমুং মা চাপমারোপর
ক্রীড়ানির্জ্জিতবিশ্বমুর্চ্ছিতজনাঘাতেন কিং পৌরুষম্ |
তস্যা এব মৃগীদৃশো মনসিজপ্রেঙ্খত্কটাক্ষাশুগ-
শ্রেণীজর্জ্জরিতং মনাগপি মনো নাদ্যাপি সংধুক্ষতে ||১২||

ভ্রুপল্লবং ধনুরপাঙ্গতরঙ্গিতানি
বাণা গুণঃ শ্রবণপালিরিতি স্মরেণ |
তস্যামনঙ্গজয়জঙ্গমদেবতায়া-
মস্ত্রাণি নির্জ্জিতজগন্তি কিমর্পিতানি ||১৩||

তানি স্পর্শসুখানি তে চ তরলাঃ স্নিগ্ধা দিশোর্বিভ্রুমা-
স্তদক্ত্রাম্বুজসৌরভং স চ সুধাস্যন্দী গিরাং বক্রিমা |
সা বিম্বাধরমাধুরীতি বিষয়াসঙ্গেহপি চেন্মানসং
তস্যাং লগ্নসমাধি হস্ত বিরহব্যাধিঃ কথং বর্ধতে ||১৪||

তির্যককণ্ঠবিলোলমৌলিতরলোত্তংসস্য বংশোচ্চরদ-
গীতিস্থানকৃতাবধানললনালক্ষৈর্ন সংলক্ষিতাঃ |
সম্মুগ্ধং মধুসূদনস্য মধুরে রাধামুখেন্দৌ মৃদুস্পন্দং
কন্দলিতাশ্চিরং দধতু বঃ ক্ষেমৎ কটাক্ষোর্ময়ঃ ||১৫||

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *