নামাজ রোজা পালন করো মন বিনয় করি
তবেই তুমি জান্নাতে দিবে পাড়ি।।
জুয়া খেল আর ঘুষ যে মহা পাপের ঠাই
সবে মিলে জুয়া ঘুষ সব দূর সারাই
মিথ্যা ঘুষ আর জুয়াখেলা দাও ছাড়ি
হবে না কাজ যদি সেই টাকা আবার দান করি।।
গাজা মদ ছাড়ো ওরে মনা দূর সরো
একত্ববাদ মাবুদে বিশ্বাস করো
তব মাঝে খোদার দয়া হবে সঞ্চারি
যদি থাকো আল্লাহ কে ভয় করি।।
রুপ দেখানো নামাজে মন নাইরে লাভ
যদি না রয় রাসুল প্রেমে কোনো ভাব
মা বাপেরে শ্বশুর শ্বাশুড়ি যদি না রও মান্য করি
যমপুরে দয়া বিনে দুখ পাবি।।
ক্রন্দনে তাই দীনহীন নাঈম বলে
বিপথীরা পথ খুঁজরে চোখ খুলে
নইলে যাইবা ঘোর আন্ধার মাঝে পড়ি
কাজ হবে না টাকা পয়সা জমিদারি।।
পূর্ববর্তী:
« নামাজ পড়ো, নামাজ পড়ো রে
« নামাজ পড়ো, নামাজ পড়ো রে
পরবর্তী:
নামাজি ভাই আসো আমার ঘরে »
নামাজি ভাই আসো আমার ঘরে »
Leave a Reply