মুর্শিদ দুজনের মাঝে
কেউ নাই আর
তুমি আমার জনযৌবন
আমি যে তোমার।।
তুমি থাকলে আশা জাগে
তুমি থাকলে আলো জাগে
আলো তুমি জাগিয়ে দাও
ভেঙে সকল আঁধার।।
মুর্শিদ তুমি কান্ডারি মোর
তুমি হলে সততার ডুর
খুলে রাখো পিরিতের দোর
ভক্তেরই দরবার।।
আপন বলে মুর্শিদ জানি
মনে প্রাণে তারে মানি
আল্লাহ রাসুল ভক্তিমণি
লা পরে তোমার।।
নাঈম বলে মুর্শিদ ধরো
অজানাকে জানতে পারো
সু স্বাস্থ্য জ্ঞান পাইতে পারো
কাছে মুর্শিদের আমার।।
পূর্ববর্তী:
« মুর্শিদ তোমার নামের গুণে অকূলে ধরলাম পাড়ি
« মুর্শিদ তোমার নামের গুণে অকূলে ধরলাম পাড়ি
পরবর্তী:
মুর্শিদ দয়ার চ্ন্দ্র জানি »
মুর্শিদ দয়ার চ্ন্দ্র জানি »
Leave a Reply