ধর্ম প্রচার করতে এলেন
কেল্লা বাবা সিলেটের প্রদেশে
অলৌকিকতার কেল্লা তাহার
আসলো ভেসে তিতাসে।।
শত্রু করে পিছুকাঘাত
কেল্লা করলো অঙ্গ তফাৎ
নদীর পরে নদী হতে
গেল তাহা ভেসে।।
তিতাস মাঝে হিন্দু জেলে
জাল ফেলে দলে দলে
জালে পড়লো কেল্লা আটকা
তীরে নিয়ে আসে।।
অলৌকিক সেই কেল্লাগুণে
মুসলমান হয় হিন্দুগণে
খাদেম হয় হিন্দু চৈতনে
নাঈম বলে আফসোসে।।
Leave a Reply