রবীন্দ্রলাল রায় ১ (২৩-২-১৯০৪ — ১৭-৫-১৯৬৯) কৃষ্ণনগর-নদীয়া। হিরেন্দ্রলাল। 0M७ কাৰ্ত্তিকেয়চন্দ্রের পৌত্র। পণ্ডিত বিষ্ণুনারায়ণ ভাতখণ্ডের প্রথম যুগের শিষ্য। পরে লক্ষ্ণৌ মরিস কলেজ থেকে ‘সঙ্গীত-বিশারদ’ উপাধি পরীক্ষায় উত্তীর্ণ হন। কর্মক্ষেত্র পাটনা ও দিল্লী বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী। ইতিহাস ও অর্থনীতি বিষয় নিয়েও চৰ্চা করতেন। রচিত গ্ৰন্থ : ‘রাগ নির্ণয়’, ‘স্বরজ্ঞান ও কণ্ঠ সাধনা’, ‘Aesthetic Philosophy of Peace’, ‘Price of Corn’ প্রভৃতি। গায়িকা মালবিকা কানন তাঁর কন্যা।
রবীন্দ্রলাল রায় ২ (১৯০৫ — ১৯৭৮) কৃষ্ণনগর-নদীয়া। কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের ভ্রাতুষ্পুত্র। ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন থেকে প্রবেশিকা ও সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিএস-সি পাশ করেন। দীর্ঘদিন কলিকাতার রিপন কলেজিয়েট স্কুলে শিক্ষকতা করেন। দ্বিতীয় মহাযুদ্ধের সময় বাঙলা সরকারের কাজে যোগ দিয়ে যথাসময়ে অবসর গ্ৰহণ করেন। ১৬ বছর বয়সে তাঁর’ প্ৰথম লেখা ‘কল্লোলে’ প্রকাশিত হয়। তারপর ‘বাঁশরী’, ‘মহিলা’, ‘নবযুগ’ প্রভৃতি পত্রিকায় লিখতে থাকেন। পরে কিশোরদের জন্য গল্প-রচনায় তিনি খ্যাতি অর্জন করেন। বিভিন্ন শিশু মাসিক পত্রিকায় ও পূজাবার্ষিকীতে তাঁর লেখা প্রকাশিত হতে থাকে। এক সময়ে কলিকাতার বেতারকেন্দ্ৰে গল্পদাদুর আসরে এবং বিদ্যার্থীমণ্ডলে বিজ্ঞান ও বিজ্ঞানীদের সম্বন্ধে নিয়মিত বলতেন। তাঁর রচিত গ্ৰন্থ: ‘নতুন কিছু’, ‘হাল্কা হাসির খাতা’, ‘বলি তো হাসব না’, ‘বীরবাহুর বনিয়াদী চাল’, ‘অভিশপ্ত’ (বিজ্ঞানভিত্তিক উপন্যাস) প্রভৃতি। সুঅভিনেতা ও হাস্যকৌতুকে দক্ষ ছিলেন। শিশু সাহিত্য পরিষদ তাকে ‘ভুবনেশ্বরী পদক’ দিয়ে সম্মানিত করে।
পূর্ববর্তী:
« রবীন্দ্রমোহন সেন
« রবীন্দ্রমোহন সেন
পরবর্তী:
রবীন্দ্ৰনাথ মৈত্র »
রবীন্দ্ৰনাথ মৈত্র »
Leave a Reply