সোম [ sōma ] বি. 1 চন্দ্র; 2 সোমলতার রস।
[সং. √ সু + ম]।
সোমতীর্থ বি. প্রভাসতীর্থ; শ্রীকৃষ্ণের অন্ত্য লীলাক্ষেত্র।
সোমনন্দন বি. চন্দ্রপুত্র বুধ।
সোমনাথ, সোমেশ্বর বি. শিব।
সোমপ, সোমপা বি. যজ্ঞে সোমরস পানকারী ব্রাহ্মণ।
সোমবার বি. সপ্তাহের দ্বিতীয় অর্থাত্ রবিবারের পরবর্তী দিন।
সোমরাজ বি. উপক্ষারহীন বনৌষধিবিশেষ, বাকুচি।
সোমলতা, সোমলতিকা বি. মাদকরসযুক্ত লতাবিশেষ (চন্দ্রকলার হ্রাসবৃদ্ধির সঙ্গে এর পাতা পড়ে ও গজায়)।
Leave a Reply