সোনা [ sōnā ] বি. 1 উজ্জ্বল পীতাভ ধাতুবিশেষ, স্বর্ণ; 2 (বাং.) সোনার গয়না (তার শেষ সোনাটুকুও খুইয়েছে); 3 (আদরে) পরম ধন (‘খোকা মোদের সোনা’); 4 (আল.) উত্কৃষ্ট শস্য (সোনা ফলানো, সোনার বাংলা)।
☐ বিণ. স্বর্ণবর্ণ (সোনামুগ)।
[সং. স্বর্ণ]।
সোনায় সোহাগা (সোহাগার দ্বারা সহজেই সোনা গলানো যায় বলে-আল.) চমত্কার মিলন।
সোনার কাঠি রুপোর কাঠি — বাঁচন-মরণের উপায়।
সোনার জল — সোনালি রং করবার জন্য ব্যবহৃত রাসায়নিক জলবিশেষ।
সোনার পাথরবাটি অসম্ভব বস্তু বা ব্যাপার।
সোনার বেনে স্বর্ণবণিক, সোনার কারবারি সম্প্রদায়বিশেষ।
সোনার সংসার (আল.) সুখৈশ্বর্যপূর্ণ সংসার।
কাঁচা সোনা, পাকা সোনা অমিশ্র সোনা।
কেলে সোনা-কেলে দ্র।
সোনাদানা বি. সোনার তৈরি গহনাদি।
সোনামুখী বিণ. (স্ত্রী.) সোনার মতো উজ্জ্বল গৌরবর্ণ মুখবিশিষ্ট।
☐ বি. বিরেচক পত্রযুক্ত লতাবিশেষ।
পুং. সোনামুখো।
সোনামুগ বি. উজ্জ্বল পীতবর্ণ মুগডালবিশেষ।
সোনালি বিণ. 1 সোনা রঙের (সোনালি অক্ষর); 2 স্বর্ণাভ (সোনালি রং); 3 স্বর্ণমণ্ডিত; 4 সোনার রঙে গিলটি করা।
Leave a Reply