সোজা [ sōjā ] বিণ. 1 ঋজু, বাঁকা নয় এমন (সোজা লাইন); 2 সম্মুখস্হ (নাকসোজা); 3 অকুটিল, সরল (সোজা লোক); 4 সহজ, অনায়াসসাধ্য, সাধারণ (সোজা কাজ, সোজা অঙ্ক); 5 (সোজা কথা); 6 শাসিত, শায়েস্তা, টিট (চাবকে সোজা করা)।
☐ ক্রি-বিণ. বরাবর, একটানাভাবে (সোজা চলে যাও)।
[সং. সহজ]।
সোজাসুজি ক্রি-বিণ. সরাসরি, সোজাভাবে।
Leave a Reply