সেলাম [ sēlāma ] বি. 1 মুসলমানদের প্রথায় নমস্কার; 2 অভিবাদন (তাঁকে আমার সেলাম জানিয়ো)।
[আ. সলাম্]।
সেলাম করা ক্রি. বি. মুসলমানি প্রথায় নমস্কার করা; 2 (ব্যঙ্গে) হার স্বীকার বা নতি স্বীকার করা।
সেলাম বাজানো ক্রি. বি. (সচ. ব্যঙ্গে) নিয়মিতভাবে বশ্যতা জ্ঞাপন করা।
সেলাম আলায়কুম — নমস্কার, আপনার কুশল হোক।
সেলামত বিণ. 1 মঙ্গলযুক্ত; কুশলযুক্ত; 2 সুস্হ; 3 নিরাপদ।
সেলামতি বি. 1 মঙ্গল; কুশল; 2 সুস্হতা; 3 নিরাপত্তা।
সেলামি বি. 1 মালিক মনিব উপরওয়ালা প্রভৃতিকে সম্মান প্রদর্শনার্থ দেয় অর্থাদি, নজরানা (জমিদারের সেলামি); 2 আইননির্দিষ্ট প্রাপ্যের অতিরিক্ত অর্থ (বাড়িওয়ালার সেলামি); 3 ঘুষ।
Leave a Reply