সের [ sēra ] বি. (বর্ত. অপ্র.) ওজনের মাপবিশেষ (1 সের = 1/8 মন =1 কিলোগ্রাম থেকে প্রায় 1 1/2 ছটাক কম)।
সেরকিয়া বি. (গণি.) সেরের হিসাব-তালিকা।
সেরকে ক্রি-বিণ. সের-পিছু, প্রতি সেরে।
সেরসেরা, সেরসেরি বিণ. (সংখ্যাবাচক শব্দের পর) সের-পরিমিত (আড়াই-সেরি বাটখারা)।
Leave a Reply