সেবন [ sēbana ] বি. 1 ওষুধ মাদকদ্রব্য প্রভৃতি পান বা ভোজন (ঔষধসেবন, তামাকসেবন); 2 উপভোগ (বায়ুসেবন); 3 পূজা; 4 সেবা, পরিচর্যা (পদসেবন)।
[সং. √ সেব্ + অন]।
সেবনীয়, সেব্য বিণ. সেবন বা সেবা করবার যোগ্য; সেবা বা সেবন করতে হবে এমন (আহারান্তে ঔষধ সেবনীয় বা সেব্য)।
সেবমান বিণ. সেবা বা সেবন করছে এমন।
সেবিত বিণ. সেবা বা সেবন করা হয়েছে এমন।
সেবী (-বিন্) বিণ. 1 ব্যবহারকারী (অহিফেনসেবী); 2 সেবনকারী।
সেব্যমান বিণ. সেবিত হচ্ছে এমন।
Leave a Reply