সেচা, সেঁচা [ sēcā, sēn̐cā ] ক্রি. 1 সেচন করা; 2 জলাশয়াদি থেকে জল তুলে ফেলা (পুকুর সেচা); 3 আধারের তলদেশ থেকে অল্প পরিমাণে উঠানো (চৌবাচ্চার জল সেঁচে ফেলা)।
☐ বিণ. সেচন করা বা সেচে তোলা হয়েছে এমন (সেচা জল); জল তুলে ফেলা হয়েছে এমন (সেচা পুকুর)।
[< সং. √ সিচ্]।
Leave a Reply