সে [ sē ] সর্ব. (পুং. ও স্ত্রী.) নির্দিষ্ট ব্যক্তি (‘আমারে যেন সে ডেকেছে’: রবীন্দ্র)।
☐ বিণ. 1 সেই, উক্ত, নির্দিষ্ট (সে বস্তু, সেখান, সেদিন); 2 অতীত (সেকাল)।
[সং. সঃ, সা]।
সেই বিণ. পূর্বোক্ত (সেই দিন, সেই লোক)।
☐ সর্ব. 1 তাই (সেই বেশ হবে); 2 সেই সময় (সেই থেকে)।
☐ অব্য. (সমু.) 1 শেষ পর্যন্ত, যখন (‘সেই তো মল খসালি’); 2 অমনি, সঙ্গে সঙ্গে (সেই সে এল সেই সে লুকিয়ে পড়ল)।
সেকাল বি. অতীত কাল, প্রাচীন কাল।
সেকেলে বিণ. প্রাচীনকালের; প্রাচীনপন্হী।
সেখান বি. সেই স্হান বা জায়গা।
সেখানকার, (আঞ্চ.) সেখানের বিণ. সেই স্হানের।
সেথা, সেথায় ক্রি. বিণ. (কা. বা গ্রা.) সেই স্হান বা স্হানে, সেখানে (‘সেথা হতে ফিরি গেল চলি’: রবীন্দ্র)।
সেমত, সেমতি ক্রি. বিণ. সেই রকম।
Leave a Reply