সৃষ্টি [ sṛṣṭi ] বি. 1 নতুন কিছুর উত্পাদন; 2 ঈশ্বর কর্তৃক উত্পাদন বা নির্মাণ; 3 উদ্ভব (ঝগড়ার সৃষ্টি, উত্পাতের সৃষ্টি); 4 রচনা; 5 উত্পাদিত বস্তু; 6 বিশ্ব জগত্ (‘তথাপি মরিতে হবে-সৃষ্টির নিয়ম’: দ্বি. রা)।
[সং. √ সৃজ্ + তি]।
সৃষ্টিকর্তা (-র্তৃ) বি. ঈশ্বর; ব্রহ্মা।
সৃষ্টিকর্ম, সৃষ্টিকার্য, সৃষ্টিক্রিয়া বি. নির্মাণের কাজ; ঈশ্বর কর্তৃক ব্রহ্মাণ়্ডরচনা।
সৃষ্টিছাড়া বিণ. অস্বাভাবিক, অদ্ভুত (সৃষ্টিছাড়া কথা বা কল্পনা)।
সৃষ্টিতত্ত্ব বি. বিশ্বসৃষ্টি বিষয়ক তথ্য।
সৃষ্টিধর বি. ব্রহ্মা।
সৃষ্টিধর্মী বিণ. নতুন কিছু সৃষ্টি করার গুণবিশিষ্ট (সৃষ্টিধর্মী প্রয়াস বা প্রতিভা)।
বি. সৃষ্টিধর্মিতা (সৃষ্টিধর্মিতা প্রাণশক্তির লক্ষণ)।
সৃষ্টিনাশা বিণ. সর্বনাশা, ভয়ংকর।
সৃষ্টিরক্ষা বি. ঈশ্বর কর্তৃক বিশ্বজগতের সংরক্ষণ।
সৃষ্টিস্হিতি-লয় বি. বিশ্বের উত্পত্তি অবস্হিতি ও নাশ।
Leave a Reply