সৃজন [ sṛjana ] বি. সৃষ্টি, নির্মাণ, রচনা (সৃজনশক্তি, চরিত্রসৃজন)।
[বাংলা শব্দ < সং. √ সৃজ্]।
সৃজনধর্মী বিণ. সৃষ্টি করবার স্বভাব বা শক্তিবিশিষ্ট (সৃজনধর্মী চিত্তবৃত্তি)।
সৃজনশীল বিণ. সৃজনীশক্তিবিশিষ্ট; সৃষ্টিশীল (সৃজনশীল প্রতিভা)।
বি. সৃজনশীলতা।
সৃজনীশক্তি বি. সৃষ্টি করবার ক্ষমতা।
সৃজা ক্রি. (কাব্যে) সৃষ্টি করা ('সৃজিলা অপূর্ব ব্যূহ শচীকান্ত বলী': মধু.)।
সৃজিত বিণ. সৃষ্টি করা হয়েছে এমন।
Leave a Reply