সূক্ষ্ম [ sūkṣma ] বিণ. 1 মিহি, সরু, পাতলা (সূক্ষ্ম চূর্ণ, সূক্ষ্ম সূত্র, সূক্ষ্ম বস্ত্র); 2 ক্ষীণ (সূক্ষ্ম স্পন্দন); 3 তীক্ষ্ণ (সূক্ষ্ম বুদ্ধি, সূক্ষ্মাগ্র); 4 অতিশয় ক্ষুদ্র (সূক্ষ্ম যন্ত্রাংশ); 5 পুঙ্খানুপুঙ্খ (সূক্ষ্ম বিচার); 6 সংকীর্ণ (সূক্ষ্ম ছিদ্র); 7 অতীন্দ্রিয় (সূক্ষ্মদেহ)।
[সং. √ সূচ্ + স্ম]।
বি. সূক্ষ্মতা।
সূক্ষ্মকোণ দ্র কোণ।
সূক্ষ্মশরীর (দর্শ.) বি. 1 ইন্দ্রিয় প্রাণমনবুদ্ধিসমন্বিত আত্মার দেহ বা অস্তিত্ব; 2 (সাধারণ অর্থে) ম়ৃত্যুর পর আত্মার শরীরী অস্তিত্ব।
সূক্ষ্মাতিসূক্ষ্ম বি. অত্যন্ত সূক্ষ্ম, যত্পরোনাস্তি সূক্ষ্ম।
Leave a Reply