সুর1 [ sura ] বি. 1 স্বর (নাকি সুর); 2 সংগীতে নিয়ন্ত্রিত ধ্বনি (গানের বা বাঁশির সুর)।
[সং. স্বর]।
সুরফাঁকতাল বি. সংগীতের দশ মাত্রার তালবিশেষ।
সুরবাহার বি. বাদ্যযন্ত্রবিশেষ।
[সং. সূর + ফা. বহার]।
সুরবোধ বি. সংগীতে সুরের বৈশিষ্ট্য সম্বন্ধে জ্ঞান।
সুরসপ্তক বি. সা রে গা মা পা ধা নি-স্বরগ্রামের এই সাতটি ধ্বনি।
সুর2 [ sura ] বি. 1 দেবতা, অমর; 2 সূর্য।
[সং. √ সু + র]।
সুরকন্যা বি. 1 দেববালা; 2 স্বর্গের কুমারী।
সুরগুরু বি. বৃহস্পতি।
সুরতরু বু. কল্পবৃক্ষ।
সুরধুনী, সুরনদী বি. দেবনদী, গঙ্গা।
সুরপতি বি. দেবরাজ ইন্দ্র।
সুরপুর, সুরপুরী বি. স্বর্গ, অমরাবতী।
সুরবালা বি. সুরকন্যা -র অনুরূপ।
সুরলোক বি. স্বর্গ।
সুরসরিত্, সুরসিন্ধু বি. গঙ্গা নদী।
সুরর্ষি বি. নারদ প্রভৃতি দেবর্ষি।
[সং. সুর + ঋষি]।
সুরসুন্দরী, সুরাঙ্গনা বি. অপ্সরা।
সুরাসুর বি. দেবতা ও দানব, দেবাসুর।
Leave a Reply