সুন্দ [ sunda ] বি. 1 অসুরবিশেষ; 2 বানরবিশেষ।
[সং. √ সুন্দ্ + অ]।
সুন্দউপসুন্দের লড়াই — দানব ভ্রাতৃদ্বয় সুন্দ ও উপসুন্দের অদম্য প্রতাপে দেবকুল বিষণ বিপাকে পড়লে ব্রহ্মা তিলোত্তমাকে সৃষ্টি করে ভ্রাতৃদ্বয়ের কাছে প্রেরণ করেন, এবং তিলোত্তমাকে লাভার্থ তাঁরা দুজনে দ্বন্দ্বযুক্ত করে উভয়েই নিহত হন; (আল.) যে যুদ্ধে উভয় পক্ষেরই বিনাশ অবশ্যম্ভাবী; দুই তুল্যবিক্রম প্রতিদ্বন্দ্বীর পরস্পর সংঘর্ষ; বিষম গৃহযুদ্ধ।
Leave a Reply