সুখ [ sukha ] বি. 1 স্বাচ্ছন্দ্য, আরাম (আমরা সুখে নেই); 2 তৃপ্তি; 3 আনন্দ, হর্ষ (সুখে থাকা, মনের সুখে)।
☐ বিণ. আরামদায়ক, প্রীতিকর, প্রিয় (সুখনিদ্রা)।
[সং. √ সুখ্ + অ]।
সুখকর, সুখজনক বিণ. যাতে সুখ বা আরাম হয় এমন।
সুখদ বিণ. সুখদায়ক।
স্ত্রী. সুখদা।
সুখরবি বি. সুখরূপ সূর্য, সুখ-সৌভাগ্য।
সুখলেশ বি. সুখের লেশ, সামান্যতম সুখ।
সুখশয়ন, সুখশয্যা বি. আরামদায়ক বিছানা।
সুখসংবাদ বি. আনন্দের খবর, সুখবর।
সুখসূর্য বি. সুখরবি -র অনুরূপ।
সুখস্পর্শ বিণ. যা স্পর্শ করলে সুখানুভব হয়।
সুখস্মৃতি বি. বিগত সুখের স্মৃতি; সুখকর স্মৃতি।
সুখস্বপ্ন বি. সুখপ্রদ স্বপ্ন।
সুখানুভব, সুখানুভূতি বি. সুখবোধ।
সুখান্বেষণ বি. সুখ খোঁজা, সুখলাভের চেষ্টা।
সুখাবহ বিণ. সুখদায়ক।
সুখাশা বি. সুখলাভের আশা।
সুখাসন বি. আরামপ্রদ আসন।
সুখাসীন বিণ. আরামে উপবিষ্ট।
স্ত্রী. সুখাসীনা।
সুখে থাকতে ভূতে কিলায় — সুখের জীবনে স্বেচ্ছায় দুঃখ ডেকে আনা।
সুখোদক বি. উষ্ণ জল।
Leave a Reply