সীমা [ sīmā ] (-মন্) বি.
1 প্রান্ত, ধার;
2 অবধি (ধৈর্যের সীমা, সীমা লঙ্ঘন);
3 শেষ (দুঃখের সীমা নেই);
4 সমুদ্রবেলা;
5 সীমানা (অপরের সীমায় ঢোকা)।
[সং. √ সি + ইমন্ সীমন্ + আ]।
সীমান্ত বি. সীমার শেষ, শেষ সীমা।
সীমান্ত-প্রদেশ কোনো দেশের বা রাজ্যের প্রান্তভাগে অবস্হিত অঞ্চল।
সীমাপরি-সীমা বি. ইয়ত্তা, অবধি (আনন্দের সীমা-পরিসীমা নেই)।
সীমাপুর বি. সমুদ্রে জলসীমা নির্ণয়ের কেন্দ্র।
সীমাবদ্ধ বিণ. সীমাদ্ধারা আবদ্ধ বা নির্দিষ্ট; সসীম; পরিমিত।
সীমাসর-হদ্দ বি. নির্ধারিত সীমানা।
Leave a Reply