সীমন্ত [ sīmanta ] বি.
1 সিঁথি, কেশবীথি;
2 মাথা, মস্তক।
[সং. সীমন্ + অন্ত (নি.)]।
সীমন্তক বি. সিঁদুর।
সীমন্তসীমা বি. সিঁথির প্রান্ত (‘সীমন্তসীমায় মঙ্গল সিন্দূরবিন্দু’: রবীন্দ্র)।
সীমন্তিত বিণ. সীমন্তযুক্ত, সিঁথি-কাটা।
সীমন্তিনী বি.
1 সিঁথিতে এয়োতির চিহ্নস্বরূপ সিন্দূরযুক্তা রমণী, সধবা নারী;
2 নারী (‘কী বলিতে চাহ মোরে প্রণয়বিধুরা সীমন্তিনী মোর’: রবীন্দ্র);
3 বধূ।
সীমন্তোন্নয়ন বি. গর্ভিণীর চতুর্থ বা ষষ্ঠ মাসে কৃত্য হিন্দুসংস্কারবিশেষ।
Leave a Reply