সিদ্ধি [ siddhi ] বি.
1 সাফল্য, জয়লাভ (লক্ষ্যসিদ্ধি, কর্মে সিদ্ধি লাভ);
2 সম্পাদন (কার্যসিদ্ধি হওয়া);
3 অভ্যাস বা চর্চার দ্বারা পারদর্শিতালাভ বা জ্ঞানলাভ (সাধনায় সিদ্ধি);
4 মোক্ষ; যোগবিশেষ;
5 যোগলব্ধ ঐশ্বর্য, সিদ্ধাই;
6 মাদকরূপে ব্যবহৃত বৃক্ষবিশেষের পাতা, ভাং।
[সং. √ সিধ্ + তি]।
সিদ্ধি খাওয়া ক্রি. বি. ভাং. খাওয়া।
সিদ্ধি ঘোঁটা ক্রি. বি. পাত্রের মধ্যে ভাং ঘুঁটে শরবত প্রস্তুত করা।
সিদ্ধিখোর বিণ. ভাঙের শরবত খেতে অভ্যস্ত।
সিদ্ধিদ বিণ. কর্মাদিতে সাফল্যদায়ক।
স্ত্রী. সিদ্ধিদা।
সিদ্ধিদাতা (-তৃ) বিণ. সফলতাদায়ক।
☐ বি. (অভীষ্ট পূরণ করেন বলে) গণেশ।
সিদ্ধিযোগ বি. (জ্যোতিষ.) তিথি ও বারের শুভপ্রদ মিলনবিশেষ।
Leave a Reply