সাহেব [ sāhēba ] বি.
1 সম্ভ্রান্ত বা সম্মানিত ব্যক্তি, মহাশয় (বাবুসাহেব, মৌলবিসাহেব);
2 কর্তা, মালিক (অফিসের বড়োসাহেব);
3 ইংরেজ বা শ্বেতাঙ্গ পুরুষ (সাহেবপাড়া, সাহেব সাজা);
4 নকল ইয়োরোপীয় (কালা সাহেব)।
[আ. সাহিব]।
সাহেবমেম বি. শ্বেতাঙ্গ বা ইংরেজ পুরুষ ও নারী।
সাহেবসুবো বি. সাহেব এবং সম্ভ্রান্ত ব্যক্তিগণ।
সাহেবান বি. সম্ভ্রান্ত ব্যক্তিগণ।
সাহেবানি বি. সম্ভ্রান্ত মহিলা।
সাহেবি1, সাহেবিয়ানা বি. ইয়োরোপীয়দের তুল্য আচার-আচরণ।
সাহেবি2 বিণ. সাহেবদের অর্থাত্ ইয়োরোপীয়দের তুল্য (সাহেবি পোশাক); শ্বেতাঙ্গসুলভ।
Leave a Reply