সামান্যা স্ত্রী. সামান্য।
সামান্য [ sāmānya ] বিণ.
1 সাধারণ, গতানুগতিক, বৈশিষ্ট্যবিহীন (সামান্য লোক ছিলেন না);
2 জাতির অথবা বর্গের সকলের মধ্যে বর্তমান (সামান্য ধর্ম);
3 সর্ববিষয়ক;
4 (বাং.) তুচ্ছ (সামান্য ব্যাপার, সামান্য তফাত);
5 অতি অল্প (সামান্য একটু দুধ)।
☐ বি. বর্গের সকলের মধ্যে বিদ্যমান লক্ষণসমূহ, জাতিসাধর্ম্য।
[সং. সমান + য]।
Leave a Reply