সামলা [ sāmalā ] ক্রি. সামলানো।
[সামাল দ্র-তু. হি. সঁভালনা]।
সামলানো ক্রি. 1 সংবরণ করা;
2 রোধ করা (চোখের জল সামলানো);
3 সংযত করা (রাগ বা মুখ সামলানো, লোভ সামলানো);
4 রক্ষা করা, সংরক্ষণ করা (টাকাকড়ি সামলানো);
5 আয়ত্তে রাখা (ছেলে বা ঘর সামলানো);
6 উত্তীর্ণ হওয়া, রক্ষা পাওয়া (রোগ বা বেদনার দায় থেকে সামলে ওঠা)।
☐ বি. উক্ত সব অর্থে।
Leave a Reply