সাধু [ sādhu ] বিণ.
1 ধার্মিক, সত্ (সাধু ব্যক্তি);
2 শিষ্ট, ভদ্র, মার্জিত (সাধু ভাষা);
3 উত্তম (সাধু আচরণ);
4 সুষ্ঠু, উচিত, উপযুক্ত (সাধু প্রয়োগ, সাধু উদ্দেশ্য, সাধু দৃষ্টান্ত)।
☐ বি. সন্ন্যাসী, যোগী; বণিক; সুদখোর।
[সং. সাধ্ + উ]।
সাধুগিরি বি. ধার্মিকতা বা সততা বা সন্ন্যাসের ভান।
সাধুতা বি. ধার্মিকতা।
বি. স্ত্রী. সাধুনী সাধু বা বণিকের পত্নী; সন্ন্যাসিনী।
সাধুবাদ বি. প্রশংসাবাদ।
সাধুয়ানী বি. বণিকের স্ত্রী।
সাধুভাষা বি. মার্জিত ও প্রাচীন রীতি অনুযায়ী বাংলার লেখ্য ভাষা (তু. চলিত ভাষা)।
সাধুসংসর্গ, সাধুসঙ্গ বি. সাধুর বা সত্ লোকের সঙ্গ বা সাহচর্য।
সাধু সাবধান (আল.) ভাবী বিপদাদি সম্বন্ধে সতর্কতাজনক উক্তি।
Leave a Reply