সাধারণী বিণ. স্ত্রী. সাধারণ ।
সাধারণ [ sādhāraṇa ] বিণ.
1 বিশিষ্টতাবর্জিত, গতানুগতিক (সাধারণ ব্যাপার);
2 সর্বজনীন (সাধারণ পাঠাগার);
3 নির্বিশেষ, সকলের (সাধারণ সভা);
4 সর্বত্র বা সর্বজনের মধ্যে বর্তমান (সাধারণ ধর্ম);
5 সকল, সমস্ত, সমূহ, নির্বিশেষ (জনসাধারণ);
6 সামান্য, তুচ্ছ, নগণ্য (সাধারণ ত্রুটি)।
☐ বি. সমস্ত নরনারী (সাধারণের জন্য)।
[সং. সহ + আধারণ (=অবলম্বন)]।
Leave a Reply