সাধারণ [ sādhāraṇa ] বিণ.
1 বিশিষ্টতাবর্জিত, গতানুগতিক (সাধারণ ব্যাপার);
2 সর্বজনীন (সাধারণ পাঠাগার);
3 নির্বিশেষ, সকলের (সাধারণ সভা);
4 সর্বত্র বা সর্বজনের মধ্যে বর্তমান (সাধারণ ধর্ম);
5 সকল, সমস্ত, সমূহ, নির্বিশেষ (জনসাধারণ);
6 সামান্য, তুচ্ছ, নগণ্য (সাধারণ ত্রুটি)।
☐ বি. সমস্ত নরনারী (সাধারণের জন্য)।
[সং. সহ + আধারণ (=অবলম্বন)]।
বিণ. স্ত্রী. সাধারণী।
বি. সাধারণত্ব।
সাধারণত, (বর্জি.) সাধারণতঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. সচরাচর, প্রায়ই।
সাধারণতন্ত্র বি. রাষ্ট্রের জনগণের নির্বাচিত প্রতিনিধিদ্বারা রাষ্ট্রশাসন-ব্যবস্হা বা ওই ব্যবস্হাযুক্ত রাষ্ট্র, republic.
সাধারণধর্ম বি.
1 সকল বর্ণ ও ধর্মের নরনারীর পালনীয় কর্তব্য;
2 যে গুণ বর্গের অন্তর্গত সকলের মধ্যে বিদ্যমান (ক্ষয় পদার্থের সাধারণ ধর্ম)।
সাধারণ্য বি.
1 সাধারণের ধর্ম;
2 সাধারণের সমবায়;
3 জনসাধারণ (সাধারণ্যে আদৃত বা প্রচারিত)।
Leave a Reply