সাধ [ sādha ] বি.
1 কামনা, অভিলাষ (মনের সাধ, সাধের মানবজন্ম);
2 শখ (সাধ মিটানো);
3 স্বিচ্ছা (সাধ করে ধরা দেওয়া);
4 গর্ভিণীর স্পৃহানুযায়ী খাদ্য ইত্যাদি দানের উত্সব, দোহদ (সাধভক্ষণ, সাধ দেওয়া)।
[সং. শ্রদ্ধা]।
সাধভক্ষণ বি. গর্ভিণীর ইচ্ছানুযায়ী খাদ্য খাওয়ানোর অনুষ্ঠানবিশেষ।
সাধে ক্রি-বিণ. সাধ করে, স্বেচ্ছায় (‘সাধে কি বাবা বলে’)।
Leave a Reply