সাত্ত্বিক [ sāttbika ] বিণ.
1 সত্ত্বগুণসম্বন্ধীয়;
2 সত্ত্বগুণজাত;
3 সত্ত্বগুণবিশিষ্ট;
4 ফলাকাঙ্ক্ষাহীন, নিষ্কাম (সাত্ত্বিক পূজা বা দান);
5 নিরীহ, সাধু;
6 অনাড়ম্বর, সরল (সাত্ত্বিক মানুষ, সাত্ত্বিক জীবনযাপন);
7 নিরামিষ (সাত্ত্বিক আহার)।
☐ বি. স্তম্ভ স্বেদ রোমাঞ্চ স্বরভঙ্গ কম্প বিবর্ণতা অশ্রু মূর্ছা; এই অষ্ঠবিধ দৈহিক ও মানসিক লক্ষণযুক্ত গভীর প্রণয়াদিজনিত মনোভাববিশেষ।
[সং. সত্ত্ব + ইক]।
Leave a Reply