সহায় [ sahāẏa ] বি.
1 যে সাহায্য বা আনুকূল্য করে (সহায়সম্বলহীন);
2 সহকারী;
3 অবলম্বন;
4 সমর্থক।
[সং. সহ + √ ই + অ]।
সহায়ক বিণ. 1 সাহায্যকারী; 2 পরিপোষক।
সহায়তা বি. 1 সাহায্য; 2 সমর্থন (সকলের সহায়তা লাভ)।
সহায়সম্পত্তি, সহায়সম্পদ বি. জনবল ও ধনবল।
সহায়সম্বলহীন বিণ. যার কোনো আশ্রয় ও অবলম্বন নেই।
Leave a Reply