সহস্র [ sahasra ] বি. হাজার সংখ্যা।
☐ বিণ.
1 হাজার-সংখ্যক;
2 অসংখ্য (সহস্রবার);
3 নানা (সহস্ররকম)।
[সং. সহস্ + র]।
সহস্রকর, সহস্রকিরণ, সহস্রকিরণমালী (-লিন্), সহস্রাংশু বি. সূর্য।
সহস্রদল বিণ. হাজার পাপড়িযুক্ত।
☐ বি. 1 পদ্ম; 2 (বাং.) শিরোমধ্যস্হ পদ্ম।
সহস্রনয়ন, সহস্রলোচন, সহস্রাক্ষ দেবরাজ ইন্দ্র।
সহস্রবার ক্রি বিণ. বহুবার, অসংখ্যবার।
সহস্রার বি. (যোগশাস্ত্রে বর্ণিত) শিরোমধ্যস্হ সুষুম্না নাড়িতে অবস্হিত সহস্রদল পদ্ম, পরম শিবের অধিষ্ঠান।
Leave a Reply