সহজ [ sahaja ] বি.
1 সহোদর, এক জননীর গর্ভোত্পন্ন ভ্রাতা;
2 স্বভাব (সহজসাধন)।
☐ বিণ.
1 সহজাত;
2 স্বাভাবিক (সহজ শোভা, সহজ বুদ্ধি, সহজপটুতা);
3 (বাং.) অনায়াসসাধ্য; সোজা (সহজ কাজ);
4 স্পষ্ট, বুঝতে কষ্ট হয় না এমন (সহজ কথা, সহজ অঙ্ক);
5 সিধা, সরল, (সহজভাবে কথা বলা);
6 অনায়াসগম্য (সহজ পথ);
7 অকপট, খোলামেলা (সহজসরল লোক)।
[সং. সহ + √ জন্ + অ]।
সহজগম্য বিণ.
1 সহজে যাওয়া যায় এমন;
2 সহজে বোঝা যায় এমন।
সহজজ্ঞান বি. জন্মগত জ্ঞান।
সহজপাচ্য বিণ. সহজে হজম হয় এমন (সহজপাচ্য খাদ্য)।
সহজপ্রবৃত্তি বি. জন্মগত প্রবৃত্তি, সহজাত সংস্কার, instinct (বি. প.)।
সহজবোধ্য বিণ. সহজে বোঝা যায় এমন।
সহজলভ্য বিণ. সহজে পাওয়া যায় এমন।
সহজসাধ্য বিণ. যা অনায়াসে সম্পন্ন করা যায়।
সহজার্থ বি. শব্দের অভিধাগত অর্থ; সাধারণ অর্থ; মুখ্যার্থ।
সহজসহজিয়া বি. সহজমতে এবং সহজস্বরূপকে লাভ করবার জন্য যারা সাধনা করে (বৌদ্ধসহজিয়া, বৈষ্ণবসহজিয়া)।
[সং. সহজ + বাং. ইয়া]।
সহজে ক্রি-বিণ.
1 কষ্ট না করে, অনায়াসে (সহজে পারে);
2 একটুতে, অল্পে, সামান্য কারণে বা চেষ্টায় (সহজে রাগা, সহজে ভোলানো)।
Leave a Reply